বাংলা হান্ট ডেস্কঃ একদিকে সংযুক্ত আরব আমিরশাহীর মাটিতে চলছে আইপিএল অপরদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি থাকা 11 জন কোচকে চুপিসারে ছাঁটাই করে দিলে বিসিসিআই। 11 জন কোচকে ছাঁটাই করার পর তাদের জানিয়ে দেওয়া হয়েছে যে তাদের সঙ্গে আর কোন প্রকার চুক্তি নবীন করন করা হবে না। কিন্তু হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এই ব্যাপার এখনো কিছুই জানা যায়নি। এখনও এই ইস্যুতে মুখ খোলেনি বোর্ডের কোন কর্তা।
ন্যাশনাল ক্রিকেট একাডেমির প্রধান রাহুল দ্রাবিড় প্রত্যেক কোচকে আলাদা আলাদা করে ফোন করে তাদের সঙ্গে চুক্তি ভঙ্গের কথা জানিয়ে দেওয়া হয়েছে। যে 11 জন কোচকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাদের মধ্যে পাঁচজন এমন রয়েছেন যারা ভারতীয় জাতীয় দলের হয়ে দীর্ঘদিন প্রতিনিধিত্ব করেছেন। তারা হলেন রমেশ পাওয়ার, হৃষিকেশ কানিতকার, সুব্রত বন্দোপাধ্যায়, সুজিত সোম সুন্দর ও শ্যামসুন্দর দাস।
বোর্ডের কোন কর্তা কিংবা ন্যাশনাল ক্রিকেট একাডেমির প্রধান রাহুল দ্রাবিড় এই ব্যাপারে মুখ না খুললেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে করোনা ভাইরাস এর জন্য দীর্ঘদিন ভারতবর্ষে বন্ধ রয়েছে ক্রিকেট। এমনকি এবছর আইপিএলও হচ্ছে বিদেশের মাটিতে। অপরদিকে ভারতের ঘরোয়া ক্রিকেট কবে থেকে শুরু হবে? আধেও কি এই মরশুমে ঘরোয়া ক্রিকেট হবে এই ব্যাপারে নিশ্চিত ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়নি। আর তাই দীর্ঘদিন কোনো কাজ নেই ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে। সেই কারণেই আগে থেকে কোনপ্রকার নোটিশ না দিয়েই সরাসরি ছাঁটাই করা হল এই 11 জন কোচকে।