মন জয় করে নেওয়া সিদ্ধান্ত নিল BCCI, ভারতীয় ক্রিকেটারদের মধ্যে খুশির হাওয়া

বাংলা হান্ট ডেস্কঃ করোনার কারণে ইতিমধ্যেই যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের ঘরোয়া ক্রিকেট। আর্থিক সমস্যার মধ্যে পড়তে হয়েছে অনেক ঘরোয়া ক্রিকেটারকেই। কার্যত এবার তাদের জন্যই বড় সিদ্ধান্ত নিল বোর্ড। গত মরশুমে একেবারেই খেলা না হয় এবার খেলোয়াড়দের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌরভের বিসিসিআই। আজ নিজেই টুইট করে একথা জানিয়েছেন সচিব জয় শাহ।

কোভিড প্যানডেমিকের ফলে গতবার বন্ধ হয়ে গিয়েছিল রঞ্জি ট্রফি। আর তাই ৫০% অতিরিক্ত ম্যাচ ফি ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার সিদ্ধান্ত নিল বোর্ড। আর্থিক সমস্যায় পড়া খেলোয়াড়েরা কার্যত বহুদিন ধরেই প্রতীক্ষা করছিলেন এই ক্ষতি পূরণের। বিসিসিআই সেক্রেটারি জয় শাহ টুইট করেছেন, “২০১৯-২০ ঘরোয়া ক্রিকেট মরশুমে অংশগ্রহণকারী ক্রিকেটারদের ২০২০-২১ মরশুমের ক্ষতিপূরণ হিসেবে ৫০ শতাংশ অতিরিক্ত ম্যাচ ফি দেওয়া হবে।”

যার জেরে চল্লিশটির বেশি ম্যাচ খেলেছেন এমন খেলোয়াড়রা এবার প্রতি ম্যাচের ফি হিসেবে পাবেন ২ লক্ষ ৪০ হাজার টাকা। ২১ থেকে ৪০ ম্যাচ খেলেছেন এমন খেলোয়াড়দের দেওয়া হবে দিন প্রতি পঞ্চাশ হাজার টাকা। অন্যদিকে ২১টির কম ম্যাচ খেলেছেন এমন খেলোয়াড়রা পাবেন ৪০ হাজার টাকা ম্যাচ ফি। বোর্ডের এই পদক্ষেপের ফলে অনূর্ধ্ব ১৬ থেকে শুরু করে সিনিয়র খেলোয়ার পর্যন্ত মোট ২০০০ খেলোয়াড় উপকৃত হবে বলে জানা গিয়েছে।

সচিব জয় শাহ জানিয়েছেন, এই সিদ্ধান্ত নিতে পেরে অত্যন্ত খুশি বোর্ড। জানা গিয়েছে,সোমবার বিসিসিআই-এর এপেক্স কাউন্সিলের সভায় এই ক্ষতিপূরণ এবং ম্যাচ ফি বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার জেরে আগামী দিনে উপকৃত হবেন ঘরোয়া খেলোয়াড়রা।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর