আউট নিয়ে ঝামেলা! আম্পায়ারদের সঙ্গে তর্ক করে “বিরাট” বিপদ ডাকলেন কোহলি, সাজা দিল BCCI

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই জমে উঠেছে IPL (Indian Premier League)-এর লড়াই। তবে, এই আবহেই একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার BCCI (Board of Control for Cricket in India)-এর কড়া অ্যাকশনের সম্মুখীন হলেন বিরাট কোহলি (Virat Kohli)। উল্লেখ্য যে, কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) মধ্যে খেলা চলাকালীন আম্পায়ারদের সাথে তর্ক করতে দেখা যায় বিরাট কোহলিকে। মূলত, বিরাটের আউটকে ঘিরেই শুরু হয় বিতর্ক। এমতাবস্থায়, IPL-এর আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা করা হয়েছে বিরাট কোহলিকে।

বিরাট কোহলির বিরুদ্ধে BCCI-এর বড় পদক্ষেপ: জানিয়ে রাখি যে, কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলা ম্যাচে ফুল টস বলে আউট হন বিরাট কোহলি। তিনি ভেবেছিলেন যে, ওই বলটি কোমরের ওপরে ছিল। কিন্তু আম্পায়াররা তাঁকে আউট ঘোষণা করেন। এদিকে, আম্পায়ারদের এই সিদ্ধান্তে তিনি খুবই অসন্তুষ্ট হয়ে পড়েন এবং প্যাভিলিয়নে ফেরার আগে তাঁকে তর্ক করতেও দেখা যায়। এমন পরিস্থিতিতে, আম্পায়ারদের সিদ্ধান্তের সাথে অসম্মতি দেখানোর জন্য BCCI এবার বিরাট কোহলির ক্ষেত্রে ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানা আরোপ করেছে।

BCCI took big action against Virat Kohli for arguing with umpires.

হর্ষিত রানার বলে হারান উইকেট: কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে চলা ম্যাচে দ্বিতীয় ইনিংসের তৃতীয় ওভারের সময়ে হর্ষিত রানার প্রথম বলে স্লো ফুল টসে আউট হন বিরাট কোহলি। সেই সময়ে কোহলি রিভিউ চান এবং রিভিউয়ের পরও তাঁকে আউট হিসেবে ঘোষণা করা হয়। এমতাবস্থায়, অত্যন্ত অসন্তুষ্ট হয়ে পড়েন বিরাট। শুধু তাই নয়, রেগে গিয়ে আম্পায়ারের সঙ্গে কথা বলে বিরাট প্যাভিলিয়নের দিকে ফিরে যান। সেই সময়ে, হাত দিয়ে মেরে একটি ডাস্টবিনকেও ফেলে দেন তিনি।

আরও পড়ুন: এখনও এই অঙ্কে প্লে-অফে যেতে পারবে RCB! সমস্ত সমীকরণ বিগড়ে দিতে পারে কোহলিরা

IPL-এর নতুন নিয়মে আউট বিরাট: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, IPL-এ নো-বলের উচ্চতা পরিমাপক হক-আই ট্র্যাকিং নিয়ম রয়েছে। এর মাধ্যমে ক্রিজে থাকা ব্যাটারের কোমরের উচ্চতা থেকে বলের উচ্চতা মূল্যায়ন করে নো বলের সিদ্ধান্ত নেওয়া হয়। এমতাবস্থায়, KKR- এর বিরুদ্ধে খেলা ম্যাচে কোহলি শট খেলার সময়ে ক্রিজের বাইরে ছিলেন এবং বল কোমরের ওপরে থাকলেও তা নিচের দিকে আসছিল।

আরও পড়ুন: জঘন্য পারফরম্যান্সের জন্য এবার কড়া পদক্ষেপ! স্টার্ক ছাড়াও কপাল পুড়ল এই প্লেয়ারের, বড় সিদ্ধান্ত KKR-এর

টিভি আম্পায়ার মাইকেল গফ উচ্চতা পরীক্ষা করেন এবং হক-আই ট্র্যাকিং অনুসারে, কোহলি যদি ক্রিজে থাকতেন সেক্ষেত্রে বলটি কোমরের কাছে ০.৯২ মিটার উচ্চতায় চলে যেত। অর্থাৎ, ওই অবস্থায় বলটি কোহলির কোমরের উচ্চতার (১.০৪ মিটার) নিচে থাকত। এমন পরিস্থিতিতে, গফ বল ট্র্যাকিং স্কেলে বলের উচ্চতা কোহলির কোমরের উচ্চতার নিচে দেখতে পান এবং তাঁকে আউট ঘোষণা করেন।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর