বাংলা হান্ট ডেস্ক: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর দেশে বর্ষার আগমনে ঘটেছে। যার ফলে দেশের বিভিন্ন প্রান্তে কম-বেশি বৃষ্টিপাতের ঘটনাও ঘটছে। তবে, বৃষ্টি হলেও গরমের প্রভাব বজায় থাকার কারণে এখন সর্বত্রই AC (Air Conditioner)-র ব্যবহার পরিলক্ষিত হয়েছে। তবে, এই আবহেই একটি প্রশ্নের উদ্রেকও ঘটেছে। আর সেটি হল ভারী বৃষ্টি এবং প্রবল বজ্রপাতের সময় AC ব্যবহার করা আদৌ নিরাপদ কি না?
মূলত, এটি এমন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটির উত্তর অধিকাংশজনই জানেন না। যদিও, এটি প্রত্যেক AC ব্যবহারকারীর জেনে রাখা উচিত। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি। প্রথমেই জানিয়ে রাখি যে, বৃষ্টি হোক অথবা বজ্রপাত, যেকোনো সময় এয়ার কন্ডিশনার ব্যবহার করা যেতে পারে। তবে আপনাকে কিছু বিষয়ে নজর দিতে হবে।
মনে করুন, আপনার বাড়িতে একটি উইন্ডো এয়ার কন্ডিশনার আছে এবং তার পিছনের অংশটি ব্যালকনিতে বা বারান্দার বেরিয়ে রয়েছে। সেক্ষেত্রে অবশ্যই একটি শেল্টার থাকা উচিত। অন্যদিকে, আমরা যদি স্প্লিট এয়ার কন্ডিশনারের দিকটি দেখি সেক্ষেত্রে এটির আউটার ইউনিটটি বাড়ির ছাদে বা বারান্দায় ইনস্টল করা থাকে। এমতাবস্থায়, এটিতেও শেল্টার থাকা প্রয়োজন।
বিশেষজ্ঞরা কি বলছেন: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, যদি বজ্রপাত বা প্রবল বৃষ্টি হয়, সেক্ষেত্রে আপনার কিছু সময়ের জন্য এয়ার কন্ডিশনার ব্যবহার বন্ধ করা উচিত। মূলত, শেল্টারের মধ্যে থাকার কারণে, এয়ার কন্ডিশনারটির কোনো বড় ধরণের ক্ষতি না হলেও, কিছু ক্ষেত্রে বৃষ্টির সময় বজ্রপাতের আশঙ্কা থাকে। এমন পরিস্থিতিতে, সরাসরি এয়ার কন্ডিশনারে বজ্রপাত হলে সেটি সম্পূর্ণরূপে কাজ করা বন্ধ করে দিতে পারে। কারণ সেটির ভিতরে শর্ট সার্কিটের ঘটনা ঘটবে।
এমনকি, খুব বেশি বৃষ্টি হলেও কিছু সময়ের জন্য এয়ার কন্ডিশনার ব্যবহার করা বন্ধ করে দেওয়া উচিত। কারণ সেটির ভিতরে যদি অত্যধিক বেশি জল চলে যায় সেক্ষেত্রে যন্ত্রটির ওয়ারিংয়ে সমস্যা হতে পারে বা পুরো এয়ার কন্ডিশনারটাই নষ্ট হয়ে যেতে পারে। তাই, অত্যধিক বৃষ্টি এবং বজ্রপাতের ক্ষেত্রে এয়ার কন্ডিশনার বন্ধ রাখাই উচিত।