এবার ঝকঝকে ত্বকে তাক লাগাবেন পুরুষরাও! উৎসবের দিনে এই টিপসগুলো মানলেই হবে বাজিমাত

বাংলাহান্ট ডেস্ক : ত্বক পরিচর্যা করতে ওস্তাদ মেয়েরা। ত্বকের সৌন্দর্য, উজ্জ্বলতা বৃদ্ধি করতে মেয়েরা নিত্যনতুন যত্ন, নিত্যনতুন প্রোডাক্টস ব্যবহার করেন। তবে ত্বক শুধু মেয়েরাই পরিচর্যা করবেন, সেটা হয় নাকি। এই উৎসবের আমেজে পুরুষেরাও নিজেদের করে তুলুন ঝকঝকে (Men Skincare)। পুজোর সময় শুধু ভালো পোশাক, ভালো প্যান্ট ঘড়ি পরলেই তো হলো না।

দেখা গেলো ঝলমলে পোশাক পরেও দেখতে ভালো লাগছে না। তাই পুজোর চারদিন সুন্দর দেখাতে একটু স্কিন কেয়ার করা উচিত। কিন্তু মেয়েদের মত ছেলেদের অত ধৈর্য্য আছে কই? তবে ছেলেদের রূপচর্চার (Men Skincare) জন্য অত ধৈর্য কিংবা সময় কিছুই লাগবে না। শুধু কয়েক মিনিটের ব্যাপার তাতেই আপনাকে লাগবে হিরো হ্যান্ডসাম। বন্ধু হোক কিংবা গার্লফ্রেন্ড আপনাকে দেখে প্রশংসা করতে বাধ্য। মেয়েরা দেখে পযর্ন্ত হিংসে করবে।

ত্বক পরিচর্যা করতে ছেলেরা (Men Skincare) কি কি করবেন দেখুন:

১) ডবল ক্লিনজিং:

সবার আগে যেটা সবচেয়ে বেশি দরকার সেটি হচ্ছে ডবল ক্লিনজিং (Cleansing)। অর্থাৎ একবারেই দুবার মুখ পরিষ্কার করতে হবে। প্রথমে মুখ পরিষ্কারের জন্য তেল জাতীয় ফেস ওয়াশ ব্যবহার করুন। ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করার পর  জল দিয়ে ভালো করে ধুয়ে নিন। এরপর আরো একটি ক্লিনজার ব্যবহার করুন। তবে চেষ্টা করুন এমন ক্লিনজার ব্যবহার করার যা মুখের ভেতর থেকে পরিষ্কার করে।

Men Skincare

২) টোনিং:

টোনিং ব্যবহার করলে ত্বকের পিএইচ ভারসাম্য বজায় থাকে, সেইসাথে ত্বকের আর্দ্রতা এবং উজ্জ্বল ভাব ধরে রাখতে সাহায্য করে। আর পুরুষদের ত্বকে তো টোনিংয়ের প্রচুর প্রয়োজন। সারাদিন বাইরে থাকার ফলে ত্বকের আদ্রতা হারাতে শুরু করে। তবে শুধু উৎসবের দিনগুলোতে টোনিংয় করবেন এমনটা নয়। সারা বছরই এই কাজ করতে পারেন। এতে করে আপনার ত্বক ভালো থাকবে।

আরোও পড়ুন : অবিবাহিত, নিঃসন্তান! রতন টাটার উত্তরসূরি কে হবেন? এই চার নাম নিয়ে চলছে জল্পনা

৩) ময়েশ্চারাইজিং:

ছেলে হোক কিংবা মেয়ে প্রত্যেকেরই ত্বকের জন্য ময়েশ্চারাইজিং করা প্রয়োজন। ত্বক যত ময়েশ্চারাইজ হবে ততই ত্বক ভালো থাকবে। এমনকি ত্বক সফট হবে।   তবে ত্বকের উপর নির্ভর করে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। আপনার ত্বক যদি অতিরিক্ত তৈলাক্ত হয়, তাহলে সেক্ষেত্রে আপনি কম তেল যুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করুন। আর কারোর যদি ত্বক শুষ্ক হয় তাহলে তারা ক্রিম ব্যবহার করুন।

৪) সানস্ক্রিন:

সূর্যের রোদ থেকে বাঁচতে অবশ্যই সানস্ক্রিন (Sunscreen) ব্যবহার করুন। এতে করে স্কিনে ট্যান পড়া, সূর্যের UV রশ্মির হাত থেকে বাঁচায়। তাই সকালে রোদে বেরোলে অবশ্যই সানস্ক্রিন মেখে বেরোন।

middle age man drinking a glass of water with a happy face standing and smiling with a

৫) পর্যাপ্ত পরিমাণ জল পান:

জল পান করতে ভুলবেন না যেন। যত বেশি জল পান করবেন তত আপনার ত্বক সতেজ থাকবে। জল খেলে শরীর ডিহাইড্রেট হওয়া থেকে বাঁচায়। সেইসাথে ত্বকের উজ্জ্বলতাও বজায় থাকে। তাই প্রতিদিন সাড়ে তিন থেকে চার লিটার জল পান করুন।


Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর