‘বেঁচে থাকলে’ আজ আটে পা দিত সৌরনীল! জন্মদিনের সকালে শোকে পাথর মা

বাংলাহান্ট ডেস্ক : সৌরনীল বলে রেখেছিল আগে থেকেই। সেই মতো প্রস্তুতও ছিলেন তার বাবা-মা। ৮ বছরের জন্মদিনে (Birthday) সৌরনীলকে প্রিন্সেপ ঘাটে ঘুরতে নিয়ে যেতে রাজি হয়েছিলেন তারা। কিন্তু যার জন্য এই আনন্দ আয়োজন, সেই সৌরনীলই আজ আর নেই। আজ অর্থাৎ ২৫শে আগস্ট জন্মদিন বেহালা চৌরাস্তায় লরির ধাক্কায় মৃত স্কুল ছাত্র সৌরনীল সরকারের।

বেঁচে থাকলে সে আজ পা দিত আট বছরে। কিন্তু বিধির বিধান খন্ডাতে কেউ পারে না। আট বছর হওয়ার আগেই চিরঘুমে সরকার পরিবারের এই ছোট্ট খুদে। আগস্ট মাসে সৌরনীলের জন্মদিন। আবার এই আগস্ট মাসের ৪ তারিখেই প্রাণ হারিয়েছে সে। ছোট্ট ছেলেকে হারিয়ে এখনো স্থিতিশীল হতে পারেননি মা দীপিকা সরকার।

জন্মদিনের দিন চোখের জল বাঁধ মানছে না তার। প্রতিটা মুহূর্তে তাকে গ্রাস করে খাচ্ছে সন্তান হারানোর যন্ত্রণা। সৌরনীলের সাথে ৪ঠা আগস্ট লরি ধাক্কা মারে তার বাবাকেও। সৌরনীলের বাবা গুরুতর আহত অবস্থায় এখনো ভর্তি হাসপাতালে। সৌরনীল বেঁচে থাকলে সরকার পরিবারের আজ উৎসব পালনের কথা ছিল। দীপিকা দেবীর সেই ইচ্ছাও যেন পূর্ণতা পেলনা।

আরোও পড়ুন : ১ বা ২ দিন নয়, পুজোর আগের মাসে অর্ধেক দিনই খুলবে না ব্যাঙ্ক! বিপদে পড়ার আগে দেখুন তালিকা

আলো, বেলুন, কেক, পাঁচ রকম পদের সাহায্যে উদযাপন করার কথা ছিল সৌরনীলের ৮ বছরের জন্মদিন। কিন্তু কাব্যের ভাষায় বলতে গেলে, “এই আনন্দ আয়োজন, সবই বৃথা তোমায় ছাড়া…!” মা দীপিকা দেবী ভেবেছিলেন ছেলের জন্মদিনের জিনজিরা বাজারে ছেলের কবরের কাছে যাবেন একবার। কিন্তু সকাল থেকেই একনাগারে হয়ে চলেছে বৃষ্টি।

আরোও পড়ুন : পৃথিবীর এখানে থাকতে গেলে করতেই হয় দুটি বিয়ে! জানেন, এই অদ্ভুত দেশটি কোথায় ?

ছেলের জন্মদিনের দিন দীপিকা দেবী জানিয়েছেন, “সেদিন সৌরনীলের শেষ পরীক্ষা ছিল। কিছুদিন পরেই ছিল তার জন্মদিন। সব মিলিয়ে বেশ আনন্দে ছিল সে। প্ল্যান করেছিল জন্মদিনের দিন বাবা-মার সাথে চক্র রেলে করে প্রিন্সেপ ঘাট ঘুরতে যাবে। বিশেষ কোনো বায়না ছিলনা ছোট্ট সৌরনীলের। লজেন্স দিলেই সে সর্বদা হাসিমুখে থাকত।”

souraneel sarkar 750x430

অন্যদিকে, সৌরনীলের বাবা সরোজ সরকার এখনও হাসপাতালে চিকিৎসাধীন। তার চিকিৎসার জন্য খরচ হচ্ছে প্রচুর টাকা। সরোজ বাবু শারীরিক অবস্থা যা তাতে আর তিনি আগের মতো কাজ করতে পারবেন না। এমন অবস্থায় দীপিকা দেবী সরকারের কাছে আবেদন জানিয়েছেন যাতে ছোট কোনো কাজ তাকে দেওয়া হয়।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর