বাংলাহান্ট ডেস্ক : প্রয়াগরাজে শুরু হয়ে গেছে মহাকুম্ভ (Maha Kumbh)। প্রতি ১২ বছর অন্তর আয়োজিত হয়ে থাকে কুম্ভ মেলা। ১৪৪ বছর পর চলতি বছর মহাকুম্ভ (Maha Kumbh) শুরু হয়েছে গত ১৩ জানুয়ারি থেকে। কুম্ভ মেলা চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। দেশ তো বটেই, কুম্ভ মেলায় অংশ নেওয়ার জন্য পুণ্যার্থীরা আসছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে।
আমাদের দেশে এই মেলার গুরুত্ব অপরিসীম। সাধু-সন্ন্যাসীদের পাশাপাশি দেশ-বিদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ ভারতে আসেন মহাকুম্ভ মেলায় অংশ নিতে। আপনিও কি মহাকুম্ভ মেলায় যাওয়ার পরিকল্পনা করছেন? তবে আজকের প্রতিবেদনটি অবশ্যই মন দিয়ে পড়ুন। মহাকুম্ভ মেলায় যাওয়ার আগে কী কী প্রস্তুতির প্রয়োজন সেই বিষয়ে জেনে নেব আজকে।
মহাকুম্ভে (Maha Kumbh) যাওয়ার আগে প্রস্তুতি (Preparation)
• মহাকুম্ভ মেলায় মাত্রারিক্ত ভিড় হয়। তাই প্রয়োজনের বেশি জিনিসপত্র নেবেন না সাথে। বড় ব্যাগ না নিয়ে, ছোট ব্যাগে জামাকাপড় নেওয়ার চেষ্টা করুন। যানবাহনে সমস্যা এড়ানোর জন্য ছোট লাগেজ ব্যাগ বহন করাই শ্রেয়।
• আগামী ২৯ জানুয়ারি অমাবস্যার দিন অনুষ্ঠিত হবে মহাকুম্ভের পূণ্যস্নান। জানা যাচ্ছে তার আগের দিন অর্থাৎ ২৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত কোনো যানবাহন চলাচল করবে না। স্নানের দুদিন আগে থেকেই বন্ধ করে দেওয়া হচ্ছে প্রয়াগরাজ সঙ্গম স্টেশনও। তবে খোলা থাকতে পারে প্রয়াগ জংশন এবং ঝুসি স্টেশন।
আরোও পড়ুন : ‘ওই টাকা চাই না’! সঞ্জয়ের ফাঁসি না হওয়ায় CBI তদন্ত নিয়ে কী বললেন নির্যাতিতার বাবা-মা?
• দামি জিনিসপত্র নিয়ে কুম্ভমেলায় যাবেন না। স্টেশনে বা অন্য কোথাও লকার বা ক্লোকরুম থাকবে না।
• কুম্ভমেলায় (Kumbh Mela) যানবাহন খুব একটা থাকবে না। তাই বিস্তর হাঁটাহাঁটি করতে হতে পারে। সেই সম্ভাবনার কথা মাথায় রেখে নরম জুতো নিয়ে যেতে ভুলবেন না।
• কুম্ভমেলায় মোবাইল নেটওয়ার্কের সমস্যা দেখা দিতে পারে। তাই একসাথে দুটি সিম ক্যারি করা উচিত। একটি সিমে নেটওয়ার্ক না থাকলে অন্য সিম ব্যবহার করে ফোন কল করতে পারবেন।
• ১০টি ওয়াচ টাওয়ার রয়েছে মহাকুম্ভ মেলা জুড়ে। কেউ হারিয়ে গেলে সেই ওয়াচ টাওয়ার থেকে নাম ঘোষণা করা হবে। ১ নম্বর টাওয়ারে যেতে হবে মূল সঙ্গম ক্ষেত্রের জন্য।
• প্রচুর পরিমাণ শৌচালয়ের ব্যবস্থা করা হয়েছে মহাকুম্ভ মেলা উপলক্ষে। মহিলাদের শৌচাগারের রং গোলাপি ও পুরুষদের শৌচাগারের রং নীল।