বাংলা হান্ট ডেস্কঃ আজ আইপিএল অভিযান শুরু করতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। আইপিএলের প্রথম ম্যাচে নামার আগে একটি সাক্ষাৎকারে মুখোমুখি হয়েছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদ এর অধিনায়ক ডেভিড ওয়ার্নার। সাক্ষাৎকারের ওয়ার্নারকে প্রশ্ন করা হয়েছিল দীর্ঘদিন পর হায়দ্রাবাদের অধিনায়কত্ব ফিরে পেয়ে কেমন লাগছে? সেই প্রশ্নের উত্তরের ওয়ার্নার জানিয়েছেন, অবশ্যই ভালো লাগছে কিন্তু আমার কাছে কে অধিনায়ক সেটা বড় ব্যাপার নয়। আমাদের দলে বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার রয়েছেন যারা জাতীয় দলে নিজের নিজের দেশকে নেতৃত্ব দেন। তাই আমরা সকলে মিলেই দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো।
দীর্ঘ ছয় মাস লকডাউন থাকার পর ইংল্যান্ডের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজের মধ্যে দিয়ে 22 গজে ফিরেছেন ডেভিড ওয়ার্নার। ওয়ার্নার জানিয়েছেন দীর্ঘদিন পর মাঠে ফিরলেও আমার কোন সমস্যা হয়নি। আমি একেবারে সচ্ছলভাবেই ব্যাটিং করেছি। তবে ভালো বল চলে এলে তো কিছু করার নেই, সে ক্ষেত্রে আউটও হয়েছে।
এছাড়া হায়দ্রাবাদে যে সমস্ত তরুণ ক্রিকেটাররা রয়েছেন তাদের প্রতি বিশেষ বার্তা দিয়েছেন ওয়ার্নার। ওয়ার্নার বলেছেন আইপিএলে ভালো কিছু করতে হলে একেবারে ভয়ডরহীন ক্রিকেট খেলতে হবে। অনেক সময় দ্রুত উইকেট পড়ে যায়। তবে সে ক্ষেত্রে বেশি চাপ নিলে চলবে না বরং আরও ভালো ব্যাটিং করে বিপক্ষ দলের ওপর চাপ সৃষ্টি করতে হবে।