উদ্ধবের শপথগ্রহণ বৃহস্পতিবার! তার আগে তিন দলের মধ্যে ক্ষমতা বণ্টন নিয়ে আলোচনা

বাংলা হান্ট ডেস্ক: মুখ্যমন্ত্রীকে উদ্ধব ঠাকরে হচ্ছেন কিন্তু মন্ত্রিসভায় বাকি দায়িত্ব নিয়ে এখনও নিশ্চিত নয় এনসিপি কংগ্রেস এবং শিবসেনা জোট। তাই তো মঙ্গলবার সন্ধ্যায় রাজভবনে জোট সরকার গঠনের কথা জানিয়ে এসে বৃহস্পতিবার শপথ গ্রহণের ঘোষণা হতেই তিন দলের মধ্যে ক্ষমতা বণ্টন নিয়ে জোর আলোচনা চলছে।Sharad Pawar Uddhav

তবে আগামী দু দিনের মধ্যেই মন্ত্রিসভা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের কংগ্রেস সভাপতি বালাসাহেব। আশি ঘণ্টার মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের ইস্তফার পর রাজ্যের শাসনভার ছাড়ানোর দায়িত্ব চেয়েছে এনসিপি কংগ্রেস এবং শিবসেনা জোট তাই কে কোন পদে থাকবেন?

তা নিয়ে এখন জোট অন্দরেই জোর কদমে আলোচনা চলছে। তবে যেহেতু 43 মন্ত্রক পদ রয়েছে তাই ইতিমধ্যেই শিবসেনা ও এনসিপি র তরফে 15 টি করে এবং কংগ্রেসের তরফে বারোটি বাকি একটি ছোট দলকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

উল্লেখ বৃহস্পতিবার শিবাজি পার্কে শপথ গ্রহণ করবেন উদ্ধব ঠাকরে, অন্য দিকে মঙ্গলবার সন্ধ্যায় বিধানসভায় সমস্ত বিধায়কের শপথ বাক্য পাঠ হয়েছে। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য উপমুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়া অজিত পাওয়ারও।

ad

সম্পর্কিত খবর