পুজোর খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান বেলপাতা, রইল এর ব্যবহারিক ব্যাখ্যা

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ হিন্দু ধর্মাবলম্বী মানুষের কাছে পুজো খুবই গুরুত্বপূর্ণ একটি রীতি। আর পুজোতে বিভিন্ন উপকরণের সঙ্গে বেলপাতা (bel leaves) প্রায় সবসময়ই ব্যবহার করতে দেখা যায়। বেলপাতা ছাড়া পুজো প্রায় অসম্পূর্ণ বলেই মনে করা হয়। কিন্তু পুজোয় কেন বেলপাতা ব্যবহার করা হয়, তা কি জানেন? জেনে নিন-

বেলফলের অপর নাম শ্রীফল। এই ফল দেবাদিদেব মহাদেব শিবের পুজোয় ব্যবহার করা হয়।

পুজোর থালায় দেখা যায় একসঙ্গে তিনটি পাতা আছে, এমন বেলপাতাই নৈবেদ্য হিসেবে রাখা হয়।

তিনটি বেলপাতাকে একসঙ্গে পুজোয় দেওয়া হয়। কারণ এই তিনটি বেলপাতাকে একসঙ্গে ভগবানের ত্রিনেত্র বলা হয়ে থাকে। এই তিন পাতাকে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের সমান মনে করা হয়।

আবার তিনটি বেলপাতাকে একত্রে পুজো, স্তোত্র এবং জ্ঞান বলেও মনে করা হয়।

Worship Shiva 5 times in a row in this special way

কথিত আছে, সাগর মন্থনের সময় উঠে আসা বিষ নিজের গলায় ধারণ করার পর, মহাদেবের সমগ্র শরীর গরম হয়ে ওঠে। এরপর মহাদেবকে শান্ত করতে তাঁর মাথায় গঙ্গাজল এবং শরীর ঠাণ্ডা করতে বেলপাতা দেওয়া হয়। সেই থেকেই মহাদেবের পুজোতে অবশ্যই এবং সমস্ত পুজোতেই বেলপাতা ব্যবহার করা হয়।

সম্পর্কিত খবর

X