ব্যাটিং বিপর্যয়ের ধাক্কা কাটিয়ে লড়ছেন মনোজরা! চতুর্থ দিনে ওড়িশার বিরুদ্ধে বাংলার লক্ষ্য সরাসরি জয়

বাংলা হান্ট নিউজ ডেস্ক: রঞ্জি ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচের তৃতীয় দিনে অসাধারণভাবে প্রত্যাবর্তন করলো বাংলা। সরস্বতী পূজার সকালে যখন মনে হয়েছিল যে ওড়িশার বিরুদ্ধে নিশ্চিত পরাজয় অপেক্ষা করছে বাংলার ক্রিকেট সমর্থকদের জন্য তখন তৃতীয় ইনিংসে মনোজ অভিমুন্য এবং সুদীপ কুমার ঘরামীর ব্যাটে ভর করে লড়াইয়ে ফিরেছে বাংলা।

প্রথম ইনিংস শুরুর আগে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলা। ভালো বোলিংও করেছিলেন বাংলার বোলাররা। শুভ্রাংশু সেনাপতির ৬৭ রানের ইনিংসে ভর করে ২৬৫ রানের বেশি তুলতে পারেনি ওড়িশা। দুর্দান্ত বোলিং করে তিনটি করে উইকেট নিয়েছেন প্রীতম চক্রবর্তী এবং ঈশান পোড়েল।

ishan bengal

কিন্তু দ্বিতীয় দিনের ফেসে এই বাংলা ব্যাট করতে নেমে দুই উইকেট হারিয়ে বসেছিল। আর তৃতীয় দিনে ব্যাট করতে নেমে চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হয় তারা। গোদের ওপর বিষফোঁড়া স্বরূপ অনুষ্টুপ মজুমদারের চোট। বাংলার ক্রাইসিস ম্যান আজকে সকালবেলা ব্যাট করতেই নামতে পারেননি। তাই মাত্র ১০০ রানে অলআউট হয়ে যায় মনোজ তিওয়ারিরা। ১৬৫ রানের লিড পায় ওড়িশা।

এরপর ফলো অন করানোর সিদ্ধান্ত নেন ওড়িশা অধিনায়ক। কিন্তু তৃতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভুল বদলে যায় বাংলার ব্যাটিংয়ের। প্রথম উইকেট দ্রুত খোয়াতে হলেও সুদীপ কুমার ঘরামী এবং অভিমন্যু ঈশ্বরণ বড় রানের জুটি গড়ে দেয়। দুজনের ব্যাটেই অর্ধশতরান উঠে আসে।

এরপর সুদীপ আউট হয়ে গেলেও অভিমন্যু একদিক ধরে রেখেছিলেন। মাঝে শুভঙ্কর বলকে খোয়ালেও মনোজ তিওয়ারির সঙ্গে তিনি বড় পার্টনারশিপ করে দেন। তৃতীয় দিনের শেষে প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের ৪৪ তম অর্ধশতরান করে অপরাজিত রয়েছেন অধিনায়ক মনোজ। ৬২ ওভার খেলে ৩ উইকেট হারিয়ে ২২০ রান তুলেছে বাংলা। লিড রয়েছে আপাতত ৫৫ রানের। ৯৪ রান করে আবারও একটি শতরান করার আশঙ্কা নিয়ে নট আউট রয়েছেন অভিমন্যু। চতুর্থ দিনের খেলায় বাংলা সরাসরি জয়ের জন্য ঝাঁপাতে চাইবে।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর