ভোটের মধ্যে বড় সিদ্ধান্ত বামেদের, বড় জনসভা আর রোড শো না করার সিদ্ধান্ত নিল তাঁরা

বাংলাহান্ট ডেস্কঃ ভোটের মরশুমে বাংলায় করোনার গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। দিনকয়েক লাগাতার সাড়ে চার হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত (Corona Outbreak) হচ্ছেন ভোটমুখী বাংলায়। যা নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এমনকি নির্বাচন কমিশনের তরফেও করোনার অন্যতম একটি উৎসস্থল হিসাবে দায়ী করা হয়েছে রাজনৈতিক সভা-মিছিলকে।

তাঁদের অভিযোগ ছিল, গোটা দেশে করোনা যেভাবে একেরপর এক রেকর্ড ভেঙে ঊর্ধ্বমুখী, সেখানে বাংলার পরিস্থিতিও ভয়াল। তা সত্ত্বেও রাজনৈতিক সভা-মছিলে দেখা যাচ্ছে না করোনা বিধির বালাই। এমনকি মানুষও গা ছাড়া মনোভাব দেখাচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা। তাই সব রাজনৈতিক দলগুলিকে তাঁরা আর্জি জানিয়েছিলেন, নির্বাচনী সভামঞ্চে করোনা বিধি যথাসাধ্য মেনে চলা।

West Bengal Election 2021: TMC-BJP leaders have been trying to incite violence: Selim | West Bengal Election 2021: হিংসায় উস্কানি দিয়ে চলেছেন তৃণমূল-বিজেপির শীর্ষ নেতারা: সেলিম

তদুপরি করোনার ঊর্ধ্বমুখী রূপ দেখে শাসকদল তৃণমূল (TMC) ও প্রধান বিরোধী দল বিজেপি (BJP) একে ওপরকে দুষে চলেছেন। এরই মাঝে বড় সিদ্ধান্ত নিয়ে রাজ্যবাসীকে তাঁক লাগিয়ে দিল বাম নেতৃত্বরা (CPM)। এদিন অলিমুদ্দিন স্ট্রিটে বাম পালিট ব্যুরোর সদস্য মহম্মদ সেলিম (Muhammad Selim) বড়সড় সিদ্ধান্তের কথা জানান। তিনি জানান, ‘প্রধানমন্ত্রী (Narendra Modi) এবং মুখমন্ত্রীর (Mamata Banerjee) করোনা মোকাবিলায় জোর দেওয়া উচিত। কিন্তু দুই শিবিরের প্রধানই মেরুকরণের রাজনীতিতে ব্যস্ত। ভোট রাজনীতি করতে মানুষে মানুষে বিভেদ তৈরি করছেন। এমনকি ভ্যাকসিন নিয়েও দুই সরকার উদাসীন বলে জানান তিনি।’

তারপরই তিনি জানান, ‘রাজ্যে করোনার এহেন ভয়াবহ পরিস্থিতিতে প্রতিদিনই মিটিং মিছিল করছে সব রাজনৈতিক দলগুলি। সেখানে জড়ো হচ্ছেন হাজার হাজার মানুষ। ফলে ভয়াল আকার নিচ্ছে করোনা। তাই ভোটের আবহে বড় জমায়েত , রোড শো না করার সিদ্ধান্ত নিল বাম নেতৃত্ব। তিনি জানান, গুটিকয়েককে নিয়ে রাজনৈতিক সভা-মিছিল হবে এবং প্রার্থী তাঁর সাথে অল্প কয়েকজন দুয়ারে দুয়ারে প্রচারে যাবেন।


সম্পর্কিত খবর