বাংলা হান্ট নিউজ ডেস্ক: ১১ তারিখ ঝাড়খণ্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে অভিযান শুরু করার কথা ছিল বাংলার। কিন্তু সেইদিন টানা বৃষ্টির কারণে ম্যাচটি ভেস্তে যায়। ফলে কিছুটা হতাশ হয়েছিলেন বাংলার ক্রিকেটপ্রেমীরা। কিন্তু তারপর ওড়িশা এবং তামিলনাড়ুর বিরুদ্ধে মাঠে নেমে বাংলার ক্রিকেটপ্রেমীদের সেই হতাশা কিছুটা কাটিয়ে দিয়েছেন অভিমন্যু ঈশ্বরণ, সুদীপ ঘরামীরা।
এর আগের দিন ১৪ তারিখে যখন ওড়িশার বিরুদ্ধে মাঠে নেমেছিলেন বাংলার ক্রিকেটাররা, তখন জয়ই আশা করেছিল ভক্তরা। তাদের হতাশ করেননি বাংলার ক্রিকেটাররা। মরশুমের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমে ওড়িশাকে সেদিন ৮ উইকেটে হারিয়েছিল বাংলা। রীতিমতো দাপট দেখিয়ে জয় পেয়েছিল মুকেশ কুমার, ঋত্বিক চ্যাটার্জিরা।
ওড়িশার বিরুদ্ধে অবশ্য বাংলার ব্যাটাররা বড় কিছু করে দেখানোর সুযোগ পাননি। মুকেশ কুমার (৩/১২) এবং ঋত্বিক চ্যাটার্জির (৩/২২) দাপটে ১৮.১ ওভারে ৮৬ রানে অল-আউট হয়ে গিয়েছিল ওড়িশা। এরপর ব্যাট করতে নেমে মাত্র ২ উইকেট খুইয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে গিয়েছিল বাংলা। অধিনায়ক অভিমন্যু ৩৭ এবং তরুণ উইকেটরক্ষক অভিষেক পোড়েল ২০ রানে অপরাজিত থাকেন। কিন্তু আজ তামিলনাড়ুর বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে বাংলার ব্যাটাররা ব্যাটিং করার পর্যাপ্ত সুযোগ পান। গত ম্যাচে ধীর গতিতে ব্যাটিংয়ের জন্য সমালোচিত হওয়া সুদীপ ঘরামী আজ মাত্র ১৪ বলে ২৭ রানের আক্রমণাত্মক ইনিংস খেলে আউট হন আজ।
এরপর অভিমন্যুর ৩৮, ঋত্বিক রায় চৌধুরীর ৩২ এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলে ফেরা শাহবাজের ২৭ বলে ৪২ রানের আক্রমণাত্মক ইনিংসে ভর করে ২০ ওভার শেষে বোর্ডে ১৬৪ রান তোলে ভারত। রান তাড়া করতে নেমে শাহবাজ (৩/১৩) এবং প্রদীপ্ত প্রামানিকের (২/১৩) ঘূর্ণিতে বেসামাল হয়ে পড়ে বাবা অপরাজিত, ওয়াশিংটন সুন্দররা।
২০ ওভার ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১২১ রানের বেশি তুলতে পারেনি তামিলনাড়ু। টানা দুটি ম্যাচ জিতে বেশ সুবিধাজনক অবস্থায় বাংলা। আগের ম্যাচটি ৮ উইকেটে জিতে নেওয়ার পর এই ম্যাচে তারা জিতলেন ৪৩ রানের ব্যবধানে। মঙ্গলবার নিজেদের চতুর্থ ম্যাচে খাতায় কলমে অনেকটাই পিছিয়ে থাকা সিকিমের বিরুদ্ধে নামবেন শাহবাজরা।