সামনে এসেছে ১৮০৬ জনের তালিকা, SSC গ্রুপ সি গ্রুপ ডি ‘দাগি’ তালিকা কবে বেরোচ্ছে? নজরে ৯ তারিখ

Published on:

Published on:

ssc recruitment scam(2)

বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) মামলায় গত শনিবার ‘দাগি’ শিক্ষক-শিক্ষিকাদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। তাতে নাম রয়েছে ১৮০৬ জনের। এসএসসির দেওয়া তালিকা সামনে আসার পর থেকেই বিতর্কের ঝড় উঠেছে। এরই মধ্যে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ‘দাগি’তালিকা বের করার দাবি তুলে সরব হচ্ছেন ‘যোগ্য’ চাকরিহারারা।

গ্রুপ সি গ্রুপ ডি ‘দাগি’ তালিকা কবে? SSC Recruitment Scam

কবে ‘দাগি’ অশিক্ষক কর্মীদের তালিকা সামনে আসবে? এসএসসি আদালত অবমাননার মামলার শুনানি ফের পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। সুপ্রিমকোর্টে ৯ সেপ্টেম্বর এই মামলার শুনানি রয়েছে। শীর্ষ আদালতের নির্দেশ মত দাগি’ শিক্ষক-শিক্ষিকাদের তালিকা প্রকাশ হলেও এখনও গ্রুপ সি গ্রুপ ডি-র দাগি তালিকা দেয়নি কমিশন।

সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে ওই দিনই আদালত অবমাননার মামলার পরবর্তী শুনানি হবে আগামী ৯ সেপ্টেম্বর। এই পরিস্থিতিতে আপাতত গ্রুপ সি, গ্রুপ ডি অযোগ্য বা দাগি তালিকা প্রকাশের সম্ভাবনা কম বা নেই বললেই চলে বলে মনে করা হচ্ছে। আগামী ৭ এবং ১৪ সেপ্টেম্বর এসএসসি-র নিয়োগ পরীক্ষা রয়েছে। তার আগে যে গ্ৰুপ সি ও গ্ৰুপ ডি-র দাগি তালিকা বেরোচ্ছে না বলেই মত ওয়াকিবহাল মহলের।

আদালত অবমাননার মামলা পিছিয়ে যাওয়ায় দাগিদের বেতন ফেরতের বিষয়টিও আপাতত ঝুলেই রইল আদালতে। উল্লেখ্য, প্রথমে আদালত অবমাননার বিষয়টি তুলে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে মামলা করা হয়েছিল। তবে বিচারপতি বসাক আদালত অবমাননার মামলা খারিজ করে জানান সেই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টেই৷ সেই মামলারই ফের একবার পিছিয়ে গেল শুনানি।

ssc

আরও পড়ুন: দিঘা জগন্নাথ মন্দিরে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি, স্নাতক পাশ করলেই চাকরি, হাতছাড়া করবেন না সুবর্ণ সুযোগ

গত ২৮ জুলাই এই আদালত অবমাননা সংক্রান্ত SLP গ্রহণ করে সুপ্রিম কোর্ট। এর আগে বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ এসএসসি, রাজ্য-সহ সবপক্ষকে এই মামলায় নোটিশ ধরানোর কথা বলে। সেই মামলার শুনানিই সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল।