ওলটপালট TRR তালিকা! প্রথম সপ্তাহে কত স্কোর করল সোনামণির নতুন সিরিয়াল? কত নম্বরে ফুলকি-পর্ণা?

বাংলা হান্ট ডেস্ক: বৃহস্পতিবার মানেই প্রত্যেক সপ্তাহে বাংলা সিরিয়ালের রেজাল্ট বেরনোর দিন। আসলে এই টিআরপি তালিকার ওপরেই নির্ভর করে থাকে, এখনকার দিনের অধিকাংশ বাংলা সিরিয়ালের ভাগ্য। তাই প্রতি সপ্তাহেই এই টিআরপি তালিকায় কড়া টক্কর চলে জি বাংলা এবং স্টার জলসার মতো চ্যানেলগুলির মধ্যে।

তবে চলতি সপ্তাহের টিআরপি তালিকায় রয়েছে বিশেষ চমক। এই তালিকায় একেবারে ওলটপালট হয়ে গিয়েছে সুপারহিট সব বাংলা সিরিয়ল গুলির তালিকা। প্রসঙ্গত এই সপ্তাহ থেকেই টিআরপি তালিকায় যুক্ত হয়েছে স্টার জলসার পর্দায় সম্প্রচারিত সোনামনি সাহা এবং হানি বাফনার নতুন ধারাবাহিক ‘শুভ বিবাহ’। দর্শকমহলে সোনামণি সাহার জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছুই বলার নেই। তাই স্বাভাবিকভাবেই অভিনেত্রীর অনুরাগীরা মুখিয়ে রয়েছেন তাঁর অভিনীত এই নতুন ধারাবাহিকের টিআরপি স্কোর জানার জন্য।

   

এই মুহূর্তে জি বাংলার টপ সিরিয়াল হয়ে উঠেছে ‘ফুলকি’।
তাই এই সপ্তাহের টিআরপি তালিকায় রয়েছে বিরাট চমক। তাই ফুলকিকে টেক্কা দিয়ে এই সপ্তাহে আবারও বেঙ্গল শিরোপা ছিনিয়ে নিয়েছে দত্ত বাড়ির জিনিয়াস বৌমা অর্থাৎ ‘নিম ফুলের মধু’র আলোক পর্ণা দত্ত। এই সিরিয়ালে বর্তমানে ফোকাস করা হয়েছিল পর্ণার ননদ বর্ষার ওপর। সোহিনীর সাথে সম্পর্ক তৈরি হওয়ায় বর্ষাকে, রোজির কোঠায় বিক্রি করে দিয়েছিল অর্ণব। সব মিলিয়ে এই সিরিয়ালের টানটান উত্তেজনার প্রতিটি পর্ব তাক লাগিয়ে দিয়েছে দর্শকদের । তাই চলতি সপ্তাহে নিম ফুলের মধুর টিআরপি রেটিং পয়েন্ট ৭.২।

আরও পড়ুন: পরীক্ষায় ‘ফেল’ প্যারাসিটামল সহ ৫২ ওষুধ, CDSCO-র রিপোর্টে চাঞ্চল্য, জারি সতর্কতা

তবে পর্ণার পরেই এই সপ্তাহে দ্বিতীয় স্থানে রয়েছে ‘ফুলকি’। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর এই সপ্তাহে ৭। আর তারপরেই টিআরপি তালিকায় তৃতীয় স্থান দখল করে নিয়েছে জি বাংলার আরও এক জনপ্রিয় ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে। কথাকে টেক্কা দিয়ে এই সপ্তাহে শ্যামলীর প্রাপ্ত নম্বর ৬.৭। আর তারপরেই এই সপ্তাহে ৫.৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থান দখল করেছে কথা। তবে নম্বর অনেক কমে গিয়েছে জি বাংলার এক কালের বেঙ্গল টপার সিরিয়াল জগদ্ধাত্রীর নম্বর এখন একেবারে তলানিতে ঠেকেছে। এই সপ্তাহে জগদ্ধাত্রীর প্রাপ্ত স্কোর ৫.৮।

আসুন দেখে নেওয়া যাক চলতি সপ্তাহের সম্পূর্ণ টিআরপি তালিকা।

নিম ফুলের মধু ৭.২
ফুলকি ৭.০
কোন গোপনে মন ভেসেছে ৬.৭

কথা ৫.৯
জগদ্ধাত্রী ৫.৮
শুভ বিবাহ ৫.৪
মিঠিঝোরা ৪.৬
হরগৌরী পাইস হোটেল ৩.৬

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর