বাংলাহান্ট ডেস্ক : বাংলা ছবি প্রসঙ্গে এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চলেছেন দেব, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এর আগে বাংলা ছবির পাশে দাঁড়ানোর জন্য দর্শকদের উদ্দেশে আর্জি জানাতে দেখা গিয়েছিল তাঁদের। ইন্ডাস্ট্রিতে হিন্দি আগ্রাসন বৃদ্ধির অভিযোগ উঠছে। কিছু ডিস্ট্রিবিউটররা নাকি দাবি করেন, হিন্দি ছবিকে সিঙ্গল স্ক্রিনে একাই জায়গা দিতে হবে। বাংলা ছবির সঙ্গে তাঁরা শো ভাগ করবেন না। এমতাবস্থায় বাংলা ছবির হাত থেকে বেরিয়ে যাচ্ছে প্রাইম টাইমের শোগুলি। তাই এবার একাধিক অভিনেতা, পরিচালক, প্রযোজক একযোগে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee)। আর তারপরেই ডাকা হয়েছে জরুরি বৈঠক।
মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) বিশেষ চিঠি দিয়েছেন টলিউড তাবড় তারকারা
জানা যাচ্ছে, দেব, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিনেতা পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, প্রযোজক শ্রীকান্ত মোহতা, নিসপাল সিং রানে, পরিচালক সৃজিত মুখোপাধ্যায় সরাসরি চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee)। জানা গিয়েছে, চিঠিটি পাওয়ার পরেই একটি জরুরি বৈঠক ডেকেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। কী লেখা হয়েছে চিঠিতে?
কী বলা হয়েছে চিঠিতে: জানা যাচ্ছে, ইন্ডাস্ট্রির তাবড় তারকাদের তরফে চিঠিতে বলা হয়েছে, বাংলা চলচ্চিত্র বর্তমানে অত্যন্ত অসম্মানজনক পরিস্থিতিতে পড়েছে। সেই কারণেই মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) শরণাপন্ন হয়েছেন তাঁরা। সেই সঙ্গে তাঁরা এও জানিয়েছেন, বাংলা ছবির তরফে ভাষা আন্দোলনের জন্যও এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে।
আরও পড়ুন : সেপ্টেম্বর পর্যন্ত ডেডলাইন, প্রতারণা মামলায় মিঠুনকে স্বস্তি দিয়ে রাজ্যকে সময় বেঁধে দিল কলকাতা হাইকোর্ট
মুখ্যমন্ত্রীর শরণাপন্ন তারকারা: তাঁরা অভিযোগ, বেশ কয়েক বছর ধরেই তাবড় হিন্দি ছবির পরিচালক, প্রযোজকরা বাংলার সিনেমাহলগুলির উপরে শর্ত চাপাচ্ছেন। হিন্দি ছবির সঙ্গে কোনও বাংলা ছবি চালালে হিন্দি ছবি তাঁরা চালাতে দেবেন না। অথচ এই ঘটনা, মহারাষ্ট্র, পঞ্জাব, দক্ষিণের কোনও রাজ্যে ঘটানোর সাহস তাঁরা দেখাবেন না। কিন্তু এ রাজ্যের ক্ষেত্রে হল মালিকরা বাংলা ছবি বাতিল করে হিন্দি ছবিতে চালাতে বাধ্য হচ্ছেন।
আরও পড়ুন : শেষ মুহূর্তে আর দৌড়াদৌড়ি নয়, ট্রেনে ওঠার মাত্র ১৫ মিনিট আগেও মিলবে বন্দে ভারতের টিকিট!
জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে তাঁরা লিখেছেন, ‘আপনি এই অসম্মানের লাগাম যদি না ধরেন তাহলে আমরা কোনোদিনই মাথা তুলে দাঁড়াতে পারব না। নতুন বাংলা ছবি বারংবার হল না পেয়ে মুখ থুবড়ে পড়বে। এই বাংলা আমাদের, ভাষাও আমাদের, বাংলা চলচ্চিত্র আমাদের অহংকার এবং ঐতিহ্য। আপনার শরণাপন্ন আমরা’। চিঠিতে দাবি করা হয়েছে, বাংলা ছবি দিনের প্রাইম টাইম গুলিতে চালানোটা বাধ্যতামূলক করা হোক। বাংলার সব ছবিই চলে। বাংলার ‘সর্বোচ্চ অভিভাবক’ এর হাতেই বাংলা ছবির সঙ্কটমোচন হোক। জানা গিয়েছে, এই চিঠি পাওয়ার পরেই একটি বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছে মন্ত্রী অরূপ বিশ্বাসের তরফে। আগামী ৭ তারিখ দুপুরে নন্দনে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।