অযোধ্যায় শোভা পাবে বাংলার মুসলিম পিতা-পুত্রের তৈরি রাম মূর্তি! সম্প্রীতির নয়া নজির যোগীরাজ্যে

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দেশজুড়ে (India) বারংবার হিন্দু-মুসলিমদের (Hindu-Muslim) মধ্যে বিভিন্ন সাম্প্রদায়িক টানাপোড়নের ঘটনা সামনে এসেছে। যদিও সেই সমস্ত বিচ্ছিন্ন কিছু ঘটনাকে দূরে সরিয়ে রেখেই এই দেশ বারংবার জাতি- ধর্ম-বর্ণের বাধাকে টপকে সম্প্রীতির বন্ধনে সবাইকে আবদ্ধ করেছে। এবার ঠিক সেই চিত্রই ফের একবার প্রকাশ্যে এল রাম মন্দিরের (Ram Mandir) সৌজন্যে। এমনিতেই, সাম্প্রতিক সময়ে সমগ্র দেশের মধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এই মন্দির। নির্মাণকাজ থেকে শুরু করে মন্দিরের আয়তন এবং অসাধারণ সব শিল্পকর্ম অবাক করেছে প্রত্যেককেই।

এমতাবস্থায়, জানলে অবাক হয়ে যাবেন যে রাম মন্দিরে ভগবান রামের যে মূর্তি প্রতিষ্ঠা করা হবে সেই মূর্তি তৈরি করেছেন পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার দুই শিল্পী। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল ধর্মের দিক থেকে তাঁরা মুসলিম। অর্থাৎ, ধর্মীয় বেড়াজালকে টপকে রাম মন্দির তৈরি করে ফেলল এক অনবদ্য নজির। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ওই দুই শিল্পীর নাম হল মহম্মদ জামালউদ্দিন এবং তাঁর পুত্র বিট্টু।

Bengali Muslim father and son made idol of Ram

মূলত, তাঁদের কাজের নমুনা অনলাইন মাধ্যমে সামনে এসেছিল। আর তার ওপর ভর করেই সুদূর অযোধ্যায় নির্মীয়মান রাম মন্দিরের মূর্তি তৈরির বরাতটাও আসে তাঁদের কাছে। এই প্রসঙ্গে মহম্মদ জামালউদ্দিন জানিয়েছেন যে, “মাটির তুলনায় ফাইবারের মূর্তি তৈরি করার বিষয়টি সবসময়েই খরচ সাপেক্ষ। যদিও, আউটডোর ইনস্টলেশনের ক্ষেত্রে ফাইবারই সবথেকে ভালো।” এমতাবস্থায়, ওই মূর্তি তৈরি করতে প্রায় ২.৮ লক্ষ টাকা খরচ হয়েছে বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন: ভারতীয় পর্যটকদের জন্য সুখবর! এবার ভিসা ছাড়াই পোঁছে যান মাসাইমারা, হয়ে গেল বড় ঘোষণা

এদিকে, এই বিষয়টি সামনে আসার পরেই স্বাভাবিকভাবেই জামালউদ্দিন এই প্রশ্নের সম্মুখীন হন যে একজন মুসলিম হয়ে রাম মন্দিরের মতো আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা মন্দিরের হিন্দু দেবতার মূর্তি তৈরি করে তাঁর অনুভূতি ঠিক কি? এর উত্তরে জামালউদ্দিন জানান, “একজন শিল্পী হিসেবে এই বিষয়টি আমার কাছে সৌভাতৃত্বের বার্তা। সাম্প্রদায়িক বিভেদের এই আবহে আমাদের আরও বেঁধে বেধে থাকতে হবে। ধর্ম প্রত্যেকের ব্যক্তিগত বিষয়। আমাদের দেশে বহু ধর্মের মানুষই বসবাস করেন। তবে আমি ভগবান রামের মূর্তি তৈরি করতে পেরে সত্যিই আনন্দিত।”

আরও পড়ুন: এই না হলে Tata-র গাড়ি! Nexon-এর সাথে ধাক্কায় দুমড়ে গেল বাস, ভাইরাল ভিডিও দেখে অবাক নেটিজেনরা

এর পাশাপাশি, জামালউদ্দিন আরও জানিয়েছেন যে, এর আগেও তিনি হিন্দু দেবদেবীর মূর্তি তৈরি করেছেন। সেক্ষেত্রে, তাঁর তৈরি দুর্গা ও জগদ্ধাত্রীর মূর্তিটি অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছিল। তিনি মূলত ফাইবারের মূর্তি তৈরি করেন। এমতাবস্থায়, জামালউদ্দিনের ছেলে বিট্টু তাঁর ওয়ার্কশপটির দায়িত্বে রয়েছেন বলেও তিনি জানিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, আগামী বছরে লোকসভা নির্বাচনের আগেই ভক্তদের জন্য খুলে দেওয়া হবে এই মন্দিরের দরজা। নির্ধারিত হয়ে গিয়েছে দিনক্ষণও। আগামী বছরের ২২ জানুয়ারি উদ্বোধন হতে চলেছে রাম মন্দির।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর