TRP নেই! বাংলা সিরিয়ালের সেরা নায়ক হলেন এই অভিনেতা, নামটা দেখলে বিশ্বাস হবে না!

বাংলা হান্ট ডেস্কঃ প্রত্যেক সপ্তাহে টিআরপি তালিকায় ছক্কা হাঁকাচ্ছে জি বাংলা। কখনও ‘ফুলকি’ কখনও আবার ‘নিম ফুলের মধু’ বেঙ্গল টপারের সিংহাসন ধরে রাখছে। তবে টিআরপির নিরিখে বঙ্গ সেরা হলেও জি বাংলার কোনও নায়ক বাংলার সিরিয়ালের (Bengali Serial) সেরা নায়কের খেতাব কিন্তু জিততে পারলেন না। এই ‘লড়াই’য়ে সবাইকে টেক্কা দিয়ে বাজিমাত করলেন স্টার জলসার এক অভিনেতা।

বাংলা সিরিয়ালের (Bengali Serial) সেরা নায়ক হলেন কে?

একদিকে ফেডারেশনের সঙ্গে ঝামেলার জেরে সোমবার থেকে বন্ধ হয়েছে ধারাবাহিকের (Serial) শ্যুটিং। সিনেমার শ্যুটিংও হচ্ছে না। এই আবহে রবিবার আয়োজিত হল টলি সিনে সম্মান। সেখানে হাজির হয়েছিলেন টেলিভিশন এবং সিনেদুনিয়ার একাধিক তাবড় তাবড় তারকা। এক কথায়, এই অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট।

   

টলি সিনে সম্মানে যোগ্য তারকাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। সেখানেই বাংলা সিরিয়ালের সেরা নায়ক হিসেবে সম্মানিত হয়েছেন স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের সূর্য অভিনেতা দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta)। গত কয়েক মাসে টিআরপি তালিকায় তেমন কামাল দেখাতে পারেনি সূর্য-দীপার মেগা। তবে দর্শকমনে তাঁদের প্রতি ভালোবাসা যে একই রকম অটুট রয়েছে তা এখান থেকেই পরিষ্কার।

আরও পড়ুনঃ প্রেগন্যান্ট শুভশ্রীকে তেড়ে মারতে আসেন পার্নো! কী হয়েছিল দুই নায়িকার মধ্যে? শোরগোল টলিপাড়ায়!

উল্লেখ্য, এই মুহূর্তে স্টার জলসার পর্দায় সম্প্রচারিত সবচেয়ে পুরনো ধারাবাহিক হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। একসময় একটানা বহুবার বেঙ্গল টপার হয়েছে এই মেগা। এখন সিংহাসন হারালেও দর্শকদের মনে রাজত্ব করে চলেছে এই ধারাবাহিক। দিব্যজ্যোতির সেরা নায়ক সম্মানে ভূষিত হওয়া সেকথাই প্রমাণ করে বলে মত অনেকের।

Bengali serial actor Dibyojyoti Dutta

এদিকে এখনকার টপার ধারাবাহিকের (Bengali Serial) কথা বলা হলে, গত সপ্তাহে যুগ্মভাবে প্রথম স্থান দখল করেছিল জি বাংলার ‘নিম ফুলের মধু’ এবং ‘ফুলকি’। দ্বিতীয় এবং তৃতীয় স্থান ছিল যথাক্রমে ‘শুভ বিবাহ’ এবং ‘কথা’র দখলে। বেঙ্গল টপার না হলেও প্রথম তিনের মধ্যে দু’টি স্থানেই বাজিমাত করেছিল স্টার জলসার ধারাবাহিক।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর