বাংলা হান্ট ডেস্ক: ঋতু পাইন, বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী তিনি। যদিও ছোটপর্দার দর্শকদের কাছে তিনি ঘটক দিদি নামেই বেশি জনপ্রিয়। ছোটখাটো চেহারার মিষ্টি এই মেয়েটি খুব অল্পদিনেই মন জিতে নিয়েছেন দর্শকদের। জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় সিরিয়াল (Bengali Serial) ‘মালাবদল’-এ (Malabadal) তিনি মহিলা ঘটকের চরিত্রে অভিনয় করেছেন।
পর্দায় তাঁর চরিত্রের নাম ‘দিতিপ্রিয়া’ (Ditipriya)। মজার এই চরিত্রটি কে দারুন পছন্দও করেন দর্শকরা। জি বাংলা দর্শকদের কাছে ঋতু নতুন মুখ হলেও এটাই কিন্তু তার প্রথম সিরিয়াল নয়। স্টার জলসার অনুরাগের ছোঁয়া সিরিয়ালের হীরা চরিত্রে অভিনয় করেও বেশ পরিচিতি পেয়েছিলেন তিনি। তবে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে তাঁকে দর্শক দেখেছেন পার্শ্বচরিত্রে।
তবে এই সিরিয়ালেই ঋতু প্রথম সুযোগ পেয়েছেন প্রধান নায়িকা হিসেবে। মেদিনীপুরের মেয়ে ঋতু তার স্কুল-কলেজের পড়াশোনাও করেছেন মেদিনীপুর থেকে।রাজা নরেন্দ্রলাল খান উমেন্স কলেজ, যা গোপ কলেজ নামে পরিচিত সেখান থেকেই ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রেশন নিয়ে এমএসসি পাশ করেছেন ঋতু। বিগত এক বছর ধরে কাজের জন্য কলকাতায় আসছেন তিনি।
আরও পড়ুন: অনেকের সারাজীবনের উপার্জনের চেয়েও বেশি! মুকেশ-নীতার ফোনের দাম জানলে আঁতকে উঠবেন
সেখান থেকেই অডিশনের জন্য যাতায়াত করতেন ঋতু পাইন। তবে অভিনয়ের পাশাপাশি পড়াশুনাতেও তুখোড় ছোটপর্দার এই ঘটকদিদি। সম্প্রতি হিন্দুস্তান টাইমস বাংলায় নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছিলেন অভিনেত্রী। সেখানেই তিনি জানান অভিনয়ে আসার আগে পড়াশোনা নিয়েও যথেষ্ট সিরিয়াস ছিলেন তিনি।
এমনকি জানলে অবাক হবেন, কলেজে ভালো রেজাল্ট করে, গোল্ড মেডেলিস্টও ছিলেন পর্দার দিতিপ্রিয়া। ভালো চাকরিও পেয়েছিলেন তিনি। কিন্তু আচমকাই একটি বিউটি পেজেন্টে অংশগ্রহণ করেছিলেন ঋতু। আর এমনই ভাগ্যের পরিহাস চাকরিতে জয়েনিংয়ের দিন থেকেই শ্যুটিং শুরু হওয়ায় আর চাকরিই করা হয়নি অভিনেত্রীর। আপাতত ধারাবাহিক নিয়েই ব্যস্ত তিনি।