দর্শকদের পুরনো সিরিয়ালের স্বাদ ফিরিয়ে দিতে আসছে মেগা সিরিজ! কোথায় কবে থেকে দেখা যাবে?

বাংলা হান্ট ডেস্ক : সময়ের সাথে সাথেই এখন অনেকটাই বদলে গিয়েছে বাংলা সিরিয়ালের (Bengali Serial) ধারা। তাই ইদানিং সেই ট্রেন্ডে গা ভাসিয়েই খুব অল্পদিনে শেষ করে দেওয়া হচ্ছে মেগা সিরিয়ালের (Bengali Serial) সম্প্রচার। তাই আজকাল অধিকাংশ মেগা সিরিয়ালই (Bengali Serial) শেষ হয়ে যাচ্ছে হাতে গোনা মাত্র কয়েক মাসের মধ্যেই।

বাংলা সিরিয়ালের (Bengali Serial) জায়গা নিচ্ছে মেগা সিরিজ

তবে এবার দর্শকদের আগেকার বাংলা সিরিয়ালের সেই পুরনো স্বাদ ফিরিয়ে আনা হচ্ছে সিরিয়ালে। তাই এবার পুরনো সেই বাংলা সিরিয়ালের আদলেই ফিরিয়ে আনা হচ্ছে মেগা সিরিজ। এখানে ওয়েব সিরিজের সিজনের পরিবর্তে প্রত্যেক সপ্তাহে মুক্তি পাবে একটি করে নতুন গল্প।

সাধারণত ওটিটি প্লাটফর্মে  যেমন ধরনের কাজ দেখা যায় তার থেকে এটা একেবারে আলাদা হতে চলেছে। জানা যাচ্ছে জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম ক্লিক-এ  আসতে চলেছে এই মেগা সিরিজ। এই মেগা সিরিজের প্রথম গল্পের নাম ‘বাড়ুজ্জে ফ্যমিলি’। আদ্যোপান্ত হাসি মজায় ভরপুর এই মেগা সিরিজের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে দমফাটা হাসির গল্প।

কমেডি ঘরানার এই মেগা সিরিজে অভিনয় করবেন সুদীপা বসু,অমৃতা দেবনাথ, রোহিত মুখোপাধ্যায়,দীপাঞ্জন ভট্টাচার্য,শ্বেতা তিওয়ারি, রি ওরফে ঋতুপর্ণা সেন প্রমুখ অভিনেতা অভিনেত্রী। এছাড়াও এই সিরিজে থাকবেন  প্রেক্ষা সাহা স্বর্ণকমল জোয়ারদার প্রমুখ।

আরও পড়ুন : শুরুতেই শাকচুন্নি বলে চিৎকার! নতুন ভুলভুলাইয়ার টিজারেই চমকে দিলেন মঞ্জুলিকা বিদ্যা

জানা যাচ্ছে এই সিরিজপরিচালনার দায়িত্বে রয়েছেন সুমাল্য ভট্টাচার্য। ইতিপূর্বে  তিনি দর্শকদের উপহার দিয়েছেন, ‘বউ কথা কও’ কিংবা ‘মন দিতে চাই’-এর মত একাধিক হিট মেগা সিরিয়াল। জানা যাচ্ছে  দক্ষিণ কলকাতার দুই বন্দ্যোপাধ্যায় পরিবারের কাহিনী নিয়েই আবর্তিত হবে এই মেগা সিরিজের গল্প।

 

Sudipa 2

আসন্ন মেগা সিরিজের প্রথম গল্প প্রসঙ্গে খোদ পরিচালক বলেছেন, ‘আমাদের সবার জীবনে অনেক পীড়াদায়ক সমস্যা আছে। কালো মেঘাচ্ছন্ন আবহাওয়ায়, অনেক সময় আমরা চাপ মুক্ত হতে এবং হাসতে ভুলে যাই। এটি এমনই একটি হৃদয়গ্রাহী উদ্যোগ, যা আমাদের জীবনে সেই আনন্দময় মুহূর্ত এবং হাসিকে ফিরিয়ে আনার চেষ্টা করছে।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর