বাংলা হান্ট ডেস্ক: যে কোনো বাংলা সিরিয়াল (Bengali Serial) মানেই এখন টিআরপির (Target Rating Point) খেলা। তাই টেলিভিশনের পর্দায় টিকে থাকার জন্য এখনকার দিনে শেষ কথা বলে এই টিআরপি (Target Rating Point)। প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবারই সামনে আসে বাংলা সিরিয়াল গুলি টিআরপি তালিকা (TRP List) । তবে অনেক সময় বিশেষ কারণবশত শুক্রবারেও টিআরপি তালিকা সামনে আনা হয়ে থাকে।
বাংলা সিরিয়ালের সাপ্তাহিক টিআরপি (Target Rating Point) তালিকা
তবে এই সপ্তাহে বৃহস্পতিবারেই সামনে এল বাংলা সিরিয়ালের সাপ্তাহিক টিআরপি (Target Rating Point) তালিকা। যা সামনে আসতেই দেখা গেল বিরাট অদল বদল। বিগত কয়েক মাস ধরে টানা টিআরপি তালিকায় পিছিয়ে থাকার পর অবশেষে প্রথম সারিতে উঠে এসেছে স্টার জলসার সুপারহিট মেগা সিরিয়ালগুলো। আর এই সপ্তাহে দেখা গেল, বহুদিন পর টিআরপি তালিকায় জি বাংলাকে (Zee Bangla) হারিয়ে জয়ের মুকুট পেল স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় মেগা।
এই সপ্তাহে টেলিভিশনের সমস্ত জনপ্রিয় সিরিয়ালের নায়িকাদের হারিয়ে সেরা সেরা হয়ে বেঙ্গল টপারের খেতাব ছিনিয়ে নিয়েছে স্টার জলসার হিট মেগা ‘গীতা এলএলবি’ (Geeta LLB)। এই সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭। অবশেষে টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করে নিয়ে দর্শকদের বিরাট চমক দিয়েছে স্টার জলসার এই সিরিয়ালটি।
তবে চলতি সপ্তাহে টিআরপি তালিকায় প্রথম স্থান হাতছাড়া হলেও জি বাংলার দু’দুটি সিরিয়াল যৌথভাবে জায়গা করে নিয়েছে দ্বিতীয় স্থানে। এই সপ্তাহের টিআরপি লিস্টে ৬.৮ নম্বর নিয়ে দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে জি বাংলার ‘নিম ফুলের মধু’এবং ‘ফুলক’। এরপরেই অবশ্য তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে স্টার জলসার ‘কথা’। এই সপ্তাহে এই ধারাবাহিকের ঝুলিতে উঠেছে ৬.৬ নম্বর।
আরও পড়ুন: ৬১ বছরে ‘সন্তানসুখ’! মুখে মুখ ঘষে একরত্তিকে কোলে নিয়ে কি বললেন প্রসেনজিৎ?
এরপরেই এই সপ্তাহে ৬.৫ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে স্টার জলসার ‘উড়ান’ ধারাবাহিক। আর তারপরেই ৬.৪ নিয়ে পঞ্চম স্থান দখল করে নিয়েছে জি বাংলার আরও ২ জনপ্রিয় মেগা সিরিয়াল ‘কোন গোপনে মন ভেসেছে’ এবং ‘জগদ্ধাত্রী’। আসুন দেখে নেওয়া যাক এই সপ্তাহে বাংলা মেগা সিরিয়াল গুলির টিআরপি তালিকা।
প্রথম- গীতা LLB (৭.০)
দ্বিতীয়- ফুলকি এবং নিম ফুলের মধু (৬.৮)
তৃতীয়- কথা (৬.৬ )
চতুর্থ- উড়ান (৬.৫)
পঞ্চম- কোন গোপনে মন ভেসেছে এবং জগদ্ধাত্রী (৬.৪)
ষষ্ঠ – শুভ বিবাহ (৬.৩)
সপ্তম – রোশনাই (৬.০)
অষ্টম – বঁধূয়া (৫.৭)
নবম – মিঠিঝোরা (৫.৬)
দশম – ডায়মন্ড দিদি জিন্দাবাদ (৫.১)