বাংলাহান্ট ডেস্ক: একদিকে প্রচন্ড গরম। অন্যদিকে আইপিএল ও লোকসভা নির্বাচন। এসব কিছুর জেরে বাংলা সিরিয়ালের (Bengali Serials) টিআরপি (TRP) তালিকার অবস্থা বেশ শোচনীয়। এই সপ্তাহেও বেহাল থাকল বাংলা ধারাবাহিকের টিআরপি (Television Rating Point) । চলতি সপ্তাহে যৌথভাবে প্রথম স্থান অধিকার করেছে জি বাংলার দুটি সিরিয়াল। নিম ফুলের মধু আর ফুলকি যৌথভাবে পেয়েছে ৭.৭।
ব্লুজ প্রোডাকশনের জগদ্ধাত্রী ধারাবাহিকে এসেছে নতুন মোড়। অন্তঃসত্ত্বা জগদ্ধাত্রী। কিন্তু তাও বিশেষ একটা উন্নতি হয়নি এই ধারাবাহিকের। ৭.২ রেটিং নিয়ে জগদ্ধাত্রী তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। জি বাংলার আরও একটি ধারাবাহিক রয়েছে তালিকার তৃতীয় স্থানে। ৬.৯ রেটিং নিয়ে কোন গোপনে মন ভেসেছে স্থান করেছে তালিকার তিন নম্বরে।
আরোও পড়ুন : কীভাবে দালালরা কয়েক মিনিটের মধ্যেই দিয়ে দেয় কনফার্ম টিকিট? ফাঁস আসল রহস্য
নিম ফুলের মধুর মহাপর্ব দর্শকদের কাছে বেশ প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে। একদিকে ছিল পর্ণার সন্তান জন্ম দেওয়ার সময় প্রাণ সংশয়ের ঘটনা, অন্যদিকে ছিল বাবুর মায়ের নাতনিকে মেনে নিতে অস্বীকার করা, এই মহাপর্ব সব মিলিয়ে বেশ ভালো রেজাল্ট করেছে। আলোর কোলে-র বৈশাখী স্পেশাল এপিসোড ৪.৬ রেটিং তুলেছে মাত্র। দ্বিতীয় সপ্তাহে অষ্টমী মাত্র ৪.৬ নম্বর তুলতে পেরেছে।
এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি তালিকা:
প্রথম- নিম ফুলের মধু ও ফুলকি (যৌথভাবে) ৭.৭
দ্বিতীয়- জগদ্ধাত্রী ৭.২
তৃতীয়- কোন গোপনে মন ভেসেছে ৬.৯
চতুর্থ- গীতা LLB ৬.৩
পঞ্চম- কথা ৬.০
ষষ্ঠ- জল থই থই ভালোবাসা ৫.১
সপ্তম- বঁধূয়া ৫.০
অষ্টম- অনুরাগের ছোয়া ও আলোর কোলে (যৌথভাবে) ৪.৮
নবম- অষ্টমী ৪.৬
দশম- কার কাছে কই মনের কথা ৪.২