হত্যালীলা চালিয়ে শোকপ্রকাশ! গাজার হাসপাতালে সাংবাদিক-চিকিৎসক সহ ২০ জনের মৃত্যুতে “দুঃখিত” নেতানিয়াহু

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্ক: সাম্প্রতিক সময়ে গাজায় হত্যালীলা চালাচ্ছে ইজরায়েল। মূলত, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu) নির্দেশেই চলছে এই হত্যালীলা। যদিও, এবার তিনিই করলেন শোকপ্রকাশ। নেতানিয়াহুর এহেন প্রতিক্রিয়ায় অবাক গোটা বিশ্ব। প্রসঙ্গত উল্লেখ্য যে, সম্প্রতি গাজার একটি হাসপাতালে চলেছিল বোমা হামলা। যেখানে সাংবাদিক থেকে শুরু করে চিকিৎসক-সহ প্রাণ হারান ২০ জন। এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী।

কী জানিয়েছেন নেতানিয়াহু (Benjamin Netanyahu):

শুধু তাই নয়, অতীতের রেশ বজায় রেখে এই ঘটনার তদন্ত হবে বলেও তিনি (Benjamin Netanyahu) আশ্বাস দিয়েছেন। গত জুলাই মাসেও গাজায় স্থিত একমাত্র গির্জায় গোলাবর্ষণ করেছিল ইজরায়েলের সেনা। ওই হামলায় গির্জার যাজক সহ ৩ জন প্রাণ হারান। এছাড়াও আহত হয়েছিলেন ১০ জন। সেই সময়ও চাপের মুখে পড়ে তদন্তের নির্দেশ দিয়েছিলেন নেতানিয়াহু।

Benjamin Netanyahu expresses regret over Gaza hospital attack.

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, দীর্ঘ ৩ বছরেরও বেশি সময় ধরে হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে ইজরায়েল সেনা। যদিও, ইতিমধ্যেই নেতানিয়াহু গোটা গাজা দখলের নির্দেশ দিয়েছেন। এমতাবস্থায়, অভিযান শুরু হওয়ায় চরম দুর্ভিক্ষের মধ্যে থাকা গাজায় প্রতিমুহূর্তেই বোমা বর্ষণ হচ্ছে। যার ফলে কাতারে কাতারে মানুষ প্রাণ হারাচ্ছেন।

আরও পড়ুন: Maruti Suzuki-র বহু প্রতীক্ষিত বৈদ্যুতিক SUV-র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! ১০০ টি দেশে হবে রফতানি

ঠিক এই আবহেই গত সোমবার ইজরায়েল সেনা হামলা চালিয়েছিল গাজার নাসের হাসপাতালে। ওই হামলায় মৃত্যু হয় মোট ২০ জনের। যাঁদের মধ্যে চিকিৎসক-সহ ছিলেন সাংবাদিকরাও। জানা গিয়েছে, প্রথমে হাসপাতালে চতুর্থ তলায় হামলা চালানোর পর দ্বিতীয় তলায় হামলা করা হয়। ওই ঘটনায় রয়টার্স সহ আল জাজিরার ৫ জন সাংবাদিকের মৃত্যু হয়। পাশাপাশি চিকিৎসক এবং হাসপাতাল কর্মী সহ প্রাণ হারান মোট ২০ জন।

আরও পড়ুন: বছরে নেন ৬ মাসের বিশ্রাম! তবুও বেতন ২৭ কোটি! বিশ্বজুড়ে দাপট এই ক্রিকেটারের

কী জানিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী: এদিকে, এই বর্বরোচিত হামলার বিষয়টি সামনে আসার পরেই ইজরায়েলি সেনার বিরুদ্ধে সমগ্র বিশ্বজুড়ে তীব্র নিন্দা শুরু হয়। এমতাবস্থায়, পরিস্থিতি সামাল দিতে মুখ খুলতে বাধ্য হন নেতানিয়াহু (Benjamin Netanyahu) । তিনি জানিয়েছেন, “নাসির হাসপাতালে হামলার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।” পাশাপাশি, ইজরায়েল সাংবাদিক এবং স্বাস্থ্যকর্মীসহ প্রত্যেক নাগরিকদের সম্মান করে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, “আমি এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করছি।” এছাড়াও, ওই ঘটনার তদন্তের আশ্বাসের পাশাপাশি নেতানিয়াহু জানিয়ে দেন যে, তাঁদের লক্ষ্য হল জঙ্গি হামাসকে ধ্বংস করা এবং ইজরায়েলের পণবন্দি নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনা।