জেলে বসে এমএসসি পরীক্ষা দিতে চায় বহরমপুর কাণ্ডের চক্রী সুতপার খুনি সুশান্ত

বাংলাহান্ট ডেস্ক : নিজের প্রাক্তন প্রেমিকাকে ভয়ঙ্করভাবে কুপিয়ে খুন করে খবরের শিরোনামে উঠে এসেছিল সুশান্ত চৌধুরী। এবার সেই সুতপা চৌধুরী হত্যাকান্ডে মূল অভিযুক্ত সুশান্ত চৌধুরী জেলে বসে এমএসসি পরীক্ষা দিতে চান বলেই সুশান্তর আইনজীবীর তরফে জানানো হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগে বহরমপুরে মেসের সামনে বান্ধবীকে ছুরি দিয়ে বারবার আঘাত করে খুন করার ঘটনায় রীতিমতো তোলপাড় শুরু হয় সারা রাজ্যে। এরপরেই সুতপার প্রাক্তন প্রেমিক সুশান্ত পুলিশের প্রিজন ভ্যানে বসে সাংবাদিকদের সামনে স্বীকার করে নেয় যে, সেই সুতপাকে খুন করেছে। কম্পিউটার সায়েন্সের মেধাবী ছাত্রকে এইরকম ভয়ঙ্কর ঘটনা ঘটাতে দেখে রীতিমতো শিউরে ওঠেন শহর তথা রাজ্যবাসী।

এবার সেই মেধাবী ছাত্র সুশান্ত এবার জেলে বসেই এম এস সি পরীক্ষা দিতে চান বলে সূত্রের খবর। সুশান্তর আইনজীবী পীযূষ ঘোষ জানিয়েছেন, “সুশান্ত যাতে স্নাতকোত্তর পরীক্ষা দিতে পারে তার জন্য আমরা আবেদন জানিয়েছে। রেজিস্ট্রেশন এর প্রক্রিয়া চলছে।”এদিন সুশান্তর বাবা ও মা সাজা মুকুব করার ব্যাপারে তার আইনজীবীর সাথে দেখা করেন। পেশায় পুলিশকর্মী বাবা বলেছেন, “ছেলে যদি দোষ করে থাকে তাহলে তার উপযুক্ত শাস্তি হোক।” কিন্তু সূত্রের খবর, ছেলের শাস্তি মুকুব করার ব্যাপারে তিনি বহরমপুর বার অ্যাসোসিয়েশনের সভাপতি আবু বক্কর সিদ্দিকির সঙ্গেও দেখা করেছেন।

প্রসঙ্গত, সুশান্ত এর পিসি অনেক আগে থেকেই দাবি করে এসেছেন, তার “ছেলে” সুশান্ত কোন দোষ করেনি। সুশান্ত সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছিল। কিন্তু সুতপার পরিবার পাড়ার ছেলেদের দিয়ে সুশান্তকে মারধর করে। সেই থেকেই হয়তো সুশান্তর মানে প্রতিহিংসার আগুন জ্বলতে থাকে। এছাড়াও সুশান্তকে সুতপার পরিবার ব্ল্যাকমেইল করত বলেও অভিযোগ এনেছেন তিনি।

অন্যদিকে এত অল্প বয়সেই মেয়েকে হারিয়ে রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছেন মানসিকভাবে সুতপার পরিবারের সদস্যরা। সুতপার বাবা জানিয়েছিলেন, সুশান্তই তার মেয়েকে বিরক্ত করতো। অভিযুক্ত সুশান্তের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন তিনি।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর