বাংলাহান্ট ডেস্কঃ প্রচারের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee) বললেন, ‘ক্রিকেটে আমি লোকসভা ও রাজ্যসভায় বেস্ট প্লেয়ার হয়েছিলাম। রোজ না খেললেও চলে, তবে উৎসাহ থেকেই সব কাজ করা যায়’। ক্রীড়া জগতে তাঁর পারদর্শীতার কথা নিজের মুখেই জানালেন তৃণমূল নেত্রী তথা মুখ্যন্ত্রী।
একুশের নির্বাচনে ‘খেলা হবে’ স্লোগান তুলেছে তৃণমূল। আর সেই শ্লোগানের মান রাখতে, নিয়ম করে প্রতিটি জনসভার শেষে মঞ্চ থেকে ফুটবল ছুড়ে দেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। এদিন তপনের সভাতেও তার ব্যতিক্রম হল না। তবে সমস্যা হল বল ক্যাচ করা নিয়ে।
অন্যান্য জনসভায় তৃণমূল নেত্রীর ছুঁড়ে দেওয়া ঘাসফুল প্রতীক আঁকা ফুটবল ক্যাচ করেন দলেরই কেউ। তবে এদিনের সভায় যিনি বল ক্যাচ করার জন্য দাঁড়িয়েছিলেন, তাঁর হাঁস ফস্কে বল পড়ে যেতেই বেজায় চটলেন মুখ্যমন্ত্রী। বল ছোঁড়ার আগে তিনি বলেছিলেন, ‘এক ভাইয়ের হাতে আমি তৃণমূলের সিম্বল আঁকা বল তুলে দিচ্ছি’।
মুখ্যমন্ত্রীর মুখের কথা শেষ হতে না হতেই বলও ‘ভাই’-ও ক্যাচ ধরতে না পারায় বল মাটিতে পরে যায়। রাগের সুরে তিনি বলেন, ‘আগেই জানতাম তোমার দ্বারা একাজ হবে না। ওঁর চেহারাও বলে দিচ্ছে, কোনদিন খেলাধূলা করেনি। কোনদিন খেলেই নি। অন্য কাউকে ডাকো’।
দ্বিতীয় যুবক বল ক্যাচ করতে পারতেই মুখ্যমন্ত্রী বলে উঠলেন, ‘আমিও তো খেলি না। তবে সব খেলার অভ্যাস আছে। একটু আধটু প্র্যাকটিস করা তো ভালো। আমি সুইমিং করতে পারি, আমি ক্রিকেট, ব্যাডমিন্টন খেলতে পারি, বল নাচাতে পারি, হাডুডুও খেলতে পারি। রোজ রোজ খেলার দরকার নেই তো, তবে উৎসাহ থেকেই সব কাজ করা যায়। ক্রিকেটে তো লোকসভা ও রাজ্যসভায় বেস্ট প্লেয়ার হয়েছিলাম আমি’।