প্রকাশিত হল দশকের সেরা টি-২০ একাদশ, অধিনায়ক সহ ভারত থেকে চারজন

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ক্রিকেট বিশেষজ্ঞ মাধ্যম Sportskeedacrickt তরফ থেকে এই দশকের সেরা টি-টোয়েন্টি একাদশ ঘোষণা করা হল। এই সংস্থার তরফ থেকে বেশ কিছু ক্রিকেট ভক্তের কাছে অনলাইনের মাধ্যমে ভোটিং প্রসেস চালানো হয়। আর সেখান থেকে উঠে আসে এই দশকের সেরা টি-টোয়েন্টি একাদশ।

Sportskeedacrickt সংস্থার সেরা টি-টোয়েন্টি একাদশে ভারত থেকে সুযোগ পেয়েছেন চার জন ক্রিকেটার। তারা হলেন রোহিত শর্মা, বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি এবং জাসপ্রিত বুমরাহ। কয়েক মাস আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবু ধোনিকে তারা দশকের সেরা টি-টোয়েন্টি একাদশে রেখেছেন। তবে শুধু ক্রিকেটার হিসেবেই নয়, এই দলের অধিনায়কও ধোনিকে করা হয়েছে।

এক নজরে দেখে নেওয়া যাক Sportskeedacrickt এর বিচারে দশকের সেরা টি-টোয়েন্টি একাদশ:

রোহিত শর্মা, অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলি, ইয়ন মর্গ্যান, গ্লেন ম্যাক্সওয়েল, মহেন্দ্র সিং ধোনি, সাকিব আল হাসান, রাশিদ খান, জাসপ্রিত বুমরাহ, লাসিথ মালিঙ্গা, ইমরান তাহির।

X