বাংলাহান্ট ডেস্ক : জিও, এয়ারটেল, ভি-এর মতো বেসরকারি টেলিকম অপারেটরগুলি গত ৩ তারিখ থেকে মাশুল বৃদ্ধি করেছে সমস্ত রিচার্জের। তারপর থেকে অনেক টেলিকম গ্রাহক সরকারি টেলিকম সংস্থা BSNL-এ (Bharat Sanchar Nigam Limited) পোর্ট করিয়ে নিতে চাইছেন নিজেদের নম্বর। তার বড় কারণ BSNL এখনো পর্যন্ত রিচার্জের দাম বৃদ্ধি করার পথে হাঁটেনি।
বিএসএনএলকে (Bharat Sanchar Nigam Limited) কি কিনে নিয়েছে টাটা?
এই আবহে বাজারে গুজব ছড়িয়েছে যে টাটা নাকি কিনে নিয়েছে বিএসএনএলকে (Bharat Sanchar Nigam Limited)! চায়ের দোকানের আড্ডা থেকে অফিসের ক্যান্টিন, সব জায়গায় কান পাতলেই শোনা যাচ্ছে বিভিন্ন গুজব। কেউ বলেছেন, “সরকারি টেলিকম কোম্পানি BSNL-কে TATA কিনে নিয়েছে!” আবার কারোর দাবি “BSNL এখন আর সরকারি কোম্পানি নেই এটিও প্রাইভেট কোম্পানি হয়ে গেছে!”
আরোও পড়ুন : এবার ডবল মজা দার্জিলিংয়ে! প্রকাশ্যে এল নয়া আপডেট! কারণ জানলে দিলখুশ হবে পাহাড়প্রেমীদের
তবে আপনাদের জানিয়ে রাখি এই কথা সম্পূর্ণ ভিক্তিহীন। BSNL এখনো পরিচিত রয়েছে দেশের সরকারি সঞ্চার কোম্পানি হিসেবে। তবে টাটা ও BSNL নিজেদের মধ্যে চুক্তি সাক্ষরিত করেছে এই কথা একদমই সত্য। গ্রাহকদের উন্নত ইন্টারনেট পরিষেবা দেওয়ার লক্ষ্যে BSNL (Bharat Sanchar Nigam Limited) এই চুক্তি করেছে টাটার সাথে।
TCS অর্থাৎ টাটা কনসালটেন্সি সার্ভিস ১৫০০০ কোটি টাকার চুক্তি করেছে BSNL এর সাথে। এই চুক্তির মূল উদ্দেশ্যই হল 4G ও 5G পরিষেবা শুরু করা। এই চুক্তির পাশাপশি টিসিএস ভারতে ডেটা সেন্টার তৈরি করতে চলেছে। ভারতে চারটি রিজনে এই ডেটা সেন্টার তৈরি করবে টাটা। এই ডেটা সেন্টারের ফলে উন্নত হবে 4G পরিষেবা। ১০০০ গ্রামে 4G পরিষেবা শুরু করতে BSNL-কে সহায়তা করবে টাটা।