বাংলা হান্ট ডেস্ক : আজ শুক্রবারই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) নোটিস (Notice) পাঠিয়েছে সিবিআই (CBI)। কাল সকাল ১১ টায় নিজাম প্যালেসে (Nizam Palace) হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এই পরিস্থতিতে নবজোয়ার যাত্রা (NaboJowar Yatra) বন্ধ করে আজ রাতে কলকাতায় ফিরছেন অভিষেক। ২২ মে ফের সোনামুখী থেকে নবজোয়ার যাত্রা শুরু করবেন অভিষেক, এমনটাই খবর।
এদিন ভার্চুয়ালি বাঁকুড়ার সোনামুখীর জনসভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিনের সভা থেকে তিনি পরিষ্কার বলেন, ‘ইডি-সিবিআই তৃণমূলকে খুব ভয় পায়। অভিষেক ২৫ দিন ধরে রাস্তায় আছে। নবজোয়ার কীভাবে বন্ধ করা যায় তারজন্য চেষ্টা করছে বিজেপি। অভিষেককে আটকে নবজোয়ার যাত্রা বন্ধ করা যাবে না। যদি অভিষেককে আটকায় আমি জেলায় জেলায় নবজোয়ার যাত্রায় যাব।’
এদিনের জনসভা থেকে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগও তুলেছেন তিনি। মমতা বলেন, ‘রাজনৈতিকভাবে লড়াই করতে পারছে না বলে অভিষেককে এজেন্সি দিয়ে ডেকে পাঠাচ্ছে। নবজোয়ারকে আটকানোর চেষ্টা করছে ওরা। আমি নবজোয়ারকে নবপ্লাবনে পরিণত করব। অভিষেকের সঙ্গে কথা হয়েছে নোটিস পাওয়ার পর। ও বলল ওরা ডেকেছে আমি তৈরি।’
মমতা আরও বলেব, ‘একটা ছেলে ২৫ দিন ধরে রাস্তায় পড়ে আছে। ঘুম নেই খাওয়া নেই পরিবার পরিজন ছেড়ে। মানুষের কাজ করার জন্য মানুষের পাশে থাকার জন্য। নবজোয়ার দেখে বিজেপির ভয় হয়েছে। নবজোয়ার কর্মসূচি আটকাতেই অভিষেককে নোটিস দিয়েছে।’
ভার্চুয়াল জনসভা থেকে এদিন মুখ্যমন্ত্রী একাধিক তোপ দাগেন বিজেপিকে। তিনি বলেন, ‘তৃণমূল কংগ্রেস কাউকে ভয় পায় না। তৃণমূল কংগ্রেস পরিবার জনগণের পরিবার। বিজেপিকে দেশ ছাড়া করতে লড়াই চলবে। সিবিআই ইডি দিয়ে ভাবছো বিরোধী দলগুলিকে কোণঠাসা করবে। যত অত্যাচার করবে তত তৃণমূল শক্তিশালী হবে। সিঙ্গুর ভুলে গেছে, নন্দীগ্রাম ভুলে গেছে, বিষ্ণুপুর ভুলে গেছে।’