বারংবার জড়িয়েছেন বিতর্কে! হন “সাসপেন্ড”-ও! সেই বিধায়কের পদত্যাগপত্র গ্রহণ করল বিজেপি

Published on:

Published on:

Bharatiya Janata Party has accepted the resignation of this MLA.

হায়দ্রাবাদ: তেলেঙ্গানার গোশামহলের বিধায়ক টি. রাজা সিংয়ের পদত্যাগপত্র গ্রহণ করল ভারতীয় জনতা পার্টি (Bharatiya Janata Party)। তেলেঙ্গানা বিজেপির সভাপতি হিসেবে এন. রামচন্দ্র রাওয়ের নিযুক্তির প্রতিবাদে তিনি ৩০ জুন ২০২৫ তারিখে দলের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করেন। ওই পদত্যাগপত্রে তিনি দলীয় নেতৃত্বের বিরুদ্ধে কর্মীদের উপেক্ষা করা এবং ভুল নেতৃত্ব নির্বাচন করার অভিযোগ এনেছিলেন।

টি. রাজা সিংয়ের পদত্যাগপত্র গ্রহণ করল ভারতীয় জনতা পার্টি (Bharatiya Janata Party):

শুধু তাই নয়, উত্তরপ্রদেশের রাজ্য সভাপতি হিসেবে এন. রামচন্দ্র রাওকে নির্বাচিত করার জন্য দলের (Bharatiya Janata Party) কৌশলের সাথে টি. রাজা সিং দ্বিমতও প্রকাশ করেছিলেন। এর পাশাপাশি, তিনি তাঁর পদত্যাগপত্রে হিন্দুত্ববাদী আদর্শের প্রতি তাঁর অঙ্গীকারও প্রকাশ করেছিলেন। এমতাবস্থায়, ভারতীয় জনতা পার্টি তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছে।

Bharatiya Janata Party has accepted the resignation of this MLA.

টি. রাজা সিং ২০১৪ সাল থেকে একটানা বিধায়ক হিসেবে নির্বাচিত হন: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, টি. রাজা সিং “টাইগার রাজা সিং” নামেও পরিচিত। তিনি তেলেঙ্গানার গোশামহল বিধানসভা কেন্দ্র থেকে ধারাবাহিকভাবে বিধায়ক নির্বাচিত হয়ে আসছেন। রাজা সিং ২০১৪ থেকে শুরু করে ২০১৮ এবং ২০২৩ সালের তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে গোশামহল আসন থেকে জয়ী হন।

আরও পড়ুন: পাকিস্তানের “ঔদ্ধত্য” এবার হবে শেষ! বিশ্বব্যাঙ্কের সাহায্যে বড় পদক্ষেপের পথে ভারত

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ২০১৮ সালে যখন বেশিরভাগ বিজেপি (Bharatiya Janata Party) প্রার্থী পরাজিত হন, তখনও টি রাজা সিংতাঁর আসনটি ধরে রাখেন। এই আসনটি হিন্দু অধ্যুষিত এবং হায়দ্রাবাদের লোকসভা আসনের অধীনের য়েছে। যেখানে AIMIM নেতা আসাদউদ্দিন ওয়াইসি হলেন সাংসদ।

আরও পড়ুন: এক টাকায় মিলবে জমি! প্রতিটি জেলায় শপিং মল তৈরির ঘোষণা মমতার, জানিয়ে দিলেন শর্ত

টি. রাজা সিং একজন কট্টর হিন্দুত্ববাদী নেতা: জানিয়ে রাখি যে, টি. রাজা সিং একজন কট্টর হিন্দুত্ববাদী নেতা হিসেবে পরিচিত। তিনি গো-রক্ষা এবং হিন্দু সম্প্রদায়ের বিষয়গুলি উত্থাপন করে আসছেন। এছাড়াও, তিনি বজরং দল এবং শ্রী রাম যুব সেনার মতো হিন্দু সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন। রাজা সিং তাঁর উস্কানিমূলক এবং বিতর্কিত বক্তব্যের জন্য বারংবার খবরের শিরোনামে উঠে এসেছিলেন। কয়েক বছর আগে, নবী মুহাম্মদের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করার জন্য তাঁকে গ্রেফতার করা হয়েছিল। এই ঘটনার পর, বিজেপি তাঁকে “সাসপেন্ড” করা হয়। কিন্তু ২০২৩ সালের নির্বাচনের আগে তা প্রত্যাহারও করা হয়। টি. রাজা সিংয়ের বিরুদ্ধে বেশ কয়েকটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। যার মধ্যে কয়েকটি সাম্প্রদায়িক অপরাধের সঙ্গে সম্পর্কিত রয়েছে বলেও জানা গিয়েছে।