বাংলা হান্ট ডেস্কঃ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) গড়ে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) নিকট পরাজয়ের মধুর প্রতিশোধ নিলো বিজেপি (Bharatiya Janata Party)। সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে তৃণমূলকে একপ্রকার উড়িয়ে ক্ষমতায় আসলো পদ্মফুল শিবির। যদিও এই নির্বাচন ঘিরে বিজেপির বিরুদ্ধে কারচুপির অভিযোগ ছুড়ে দিয়েছে রাজ্যের শাসক দল।
উল্লেখ্য, গত মাসেই নন্দীগ্রাম এবং কাঁথি সমবায় ভোটে বিজেপিকে পরাস্ত করে তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রাম সমবায় ভোটে ৫২ টি আসনের মধ্যে ৫১ টি নিজেদের দখলে নেয় তৃণমূল। অপর একটি আসন যায় সিপিএমের দখলে আর এবার সেই পরাজয়ের মধুর প্রতিশোধ নিল BJP।
এদিন নন্দীগ্রামের ১ নম্বর ব্লকের ভেকুটিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ফল প্রকাশের পর গোটা এলাকায় জুড়ে গেরুয়া ঝড় চোখে পড়ে। মোট ১২ টি আসনের মধ্যে ১১ টি-তে জয়লাভ করেছে বিজেপি। মাত্র একটি গিয়েছে তৃণমূলের দখলে।
উল্লেখ্য, এদিন নির্বাচনে ফলপ্রকাশ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। সকাল থেকেই একে অপরের বিরুদ্ধে একের পর এক কটাক্ষ ছুড়ে দিতে থাকে তৃণমূল এবং বিজেপি। তবে শেষ পর্যন্ত ফল প্রকাশের পর দেখা যায়, তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে বিপুল পরিমাণ ভোটে জয়লাভ করেছে বিজেপি। এক্ষেত্রে একটি মাত্র আসন তৃণমূলের পক্ষে গেলেও সেটিতেও ভোট অঙ্কের সংখ্যা খুবই কম বলে জানা গিয়েছে।
যদিও তৃণমূলের দাবি, ভোট প্রদানের সময় বহিরাগতদের নিয়ে এসে কারচুপি করেছে বিজেপি আর সেই কারণেই জয়লাভ করতে সক্ষম হয়েছে তারা। যদিও তৃণমূলের এই অভিযোগ উড়িয়ে দিয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল। একইসঙ্গে নন্দীগ্রামে তৃণমূলকে পরাজিত করে বিজেপির উত্থান বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বেশ উল্লেখযোগ্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা।