বাংলা হান্ট ডেস্ক: অনলাইন পেমেন্ট এবং ব্যাঙ্কিং অ্যাপ Paytm-কে ঘিরে বিতর্কের আবহেই এবার আরও একটি বড় খবর সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার BharatPe-ও একটি নতুন বিজ্ঞপ্তি পেয়েছে। মূলত, কর্পোরেট অ্যাফেয়ার্স মন্ত্রক অনলাইন UPI পেমেন্ট অ্যাপ এবং ফিনটেক কোম্পানি BharatPe-র উদ্দেশ্যে একটি নতুন নোটিশ জারি করেছে। এমন পরিস্থিতিতে UPI ব্যবহারকারীদের মধ্যে একাধিক প্রশ্নের উদ্রেক ঘটেছে। শুধু তাই নয়, সরকারের এহেন একের পর এক কর্মকাণ্ডের কারণে সবাই এটা নিয়েও চিন্তিত যে, UPI আদৌ বন্ধ হয়ে যাবে কি না?
কেন নোটিশ দেওয়া হয়েছে: মিডিয়া রিপোর্ট অনুসারে, ওই নোটিশে, সরকার সংস্থাটির প্রতিষ্ঠাতা আশনির গ্রোভারের বিরুদ্ধে নেওয়া আইনি ব্যবস্থা সম্পর্কে তথ্য চেয়েছে। আশনির গ্রোভারের বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি মামলায় সংস্থাটি আদালতে যে প্রমাণ জমা দিয়েছে সেই সম্পর্কে সংস্থার কাছ থেকে তথ্য চেয়েছে কর্পোরেট মন্ত্রক। উল্লেখ্য যে, প্রায় ২ বছর ধরে এই বিষয়টি চলছে।
কি জানিয়েছে BharatPe: ইতিমধ্যেই ফিনটেক কোম্পানি BharatPe এই বিষয়ে একটি বিবৃতি জারি করেছে। সংস্থাটি জানিয়েছে, রেজিস্ট্রার অফ কোম্পানিজ (RoC) একটি চিঠি পাঠিয়েছে যেখানে কিছু অতিরিক্ত তথ্য চাওয়া হয়েছে। এদিকে, এই তথ্য চাওয়া চলমান তদন্তের একটি অংশ। যা ইন্টারনাল গভর্নেন্স রিভিউর পরে শুরু হয়েছিল এবং এটি কোম্পানি তার অডিটেড রেজাল্টে সামনে এনেছিল। সংস্থাটি জানিয়েছে যে, তারা সম্ভাব্য সব উপায়ে অথোরিটিকে সহযোগিতা করছে।
আরও পড়ুন: এবার চিন-পাকিস্তানকে ঠান্ডা করতে মিলল কড়া দাওয়াই! ভারত তৈরি করছে বিশেষ “গুপ্তচর বিমান”
পুরো বিষয়টা ঠিক কি: BharatPe ২০২২-এর শুরুতে নিজেই বিতর্কে জড়িয়ে পড়েছিল। সেই সময়ে, সংস্থাটি তার ফাউন্ডারের বিরুদ্ধে নাইকা আইপিওতে অ্যালটমেন্ট না পাওয়ায় “অনুপযুক্ত” ভাষা ব্যবহার করা এবং কোটাক গ্রুপের একজন কর্মচারীকে হুমকি দেওয়ার অভিযোগে অভিযুক্ত করে। এই বিতর্কের পর, গ্রোভার BharatPe-এর ম্যানেজিং ফাউন্ডার (MD) পদ থেকে পদত্যাগ করেন। কিন্তু কোম্পানিটি তাঁর নেতৃত্বে সংঘটিত সমস্ত ফাইন্যান্সিয়াল প্র্যাক্টিসেজের ফরেনসিক অডিট শুরু করে।
আরও পড়ুন: “এই স্থান অবিলম্বে ত্যাগ করুন…”, ভারতীয়দের এই দেশে ভ্রমণ না করার পরামর্শ দিল বিদেশ মন্ত্রক
পরে সংস্থাটি গ্রোভারের বিরুদ্ধে সিভিল কেস দায়ের করে। যেখানে ভুয়ো বিল এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য কোম্পানির তহবিলের অপব্যবহারের অভিযোগ করা হয়। প্রতারণামূলক লেনদেন এবং জাল বিক্রেতার অভিযোগ ছাড়াও, কোম্পানিটি তার মামলায় অভিযোগ করেছে যে আশনির গ্রোভার BharatPe-র প্রযুক্তি বা ধারণায় কিছু অবদান রাখেনি। সেখানে বলা হয়েছে যে কোম্পানির সাথে গ্রোভারের সংযোগ ২০১৮ সালে শুরু হয়েছিল এবং সেই সময়ে তিনি ৩১,৯২০ টাকার একটি “সামান্য” বিনিয়োগ করেছিলেন। যার জন্য তিনি ৩,১৯২ টি শেয়ার পেয়েছিলেন।