জোট করেও হবে না লাভ! উত্তরপ্রদেশে ৮০-র মধ্যে ৭৮টিই পাবে BJP, সমীক্ষায় গেরুয়া ঝড়ের ইঙ্গিত

বাংলা হান্ট ডেস্ক : জাতীয় মিডিয়ার গুঞ্জন সত্যি হলে লোকসভা নির্বাচন (Lok Sabha Election) আর খুব বেশি দূরে নয়। লোকসভা নির্বাচনেক পাখির চোখ করে এগোচ্ছে সব রাজনৈতিক দলগুলি। শাসকদল যেমন কুর্সি ধরে রাখতে মরিয়া, বিরোধীরাও তেমন আসন দখল করতে বদ্ধপরিকর। এমন পরিস্থিতিতে রাজ্যে রাজ্যে শুরু হয়েছে জনমত সমীক্ষা। যার মধ্যে আজ দেখব উত্তরপ্রদেশের হালচাল।

সমীক্ষা বলছে, আজকের দিনে নির্বাচন হলে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ৮০টি আসনের মধ্যে ৭৮টিই থাকবে এনডিএ-র দখলে। এই দাবি খানিক অবিশ্বাস্য শোনালেও রাজনৈতিক কারবারিরা বলছে, এমনটা হওয়া অস্বাভাবিক নয়। উল্লেখ্য, গত নির্বাচনে উত্তরপ্রদেশ থেকে এনডিএ জিতেছিল মোট ৬৪টি আসন। যেখানে সমাজবাদী পার্টির দখলে ছিল ৫টি, কংগ্রেস পেয়েছিল ১টা। অন্যদিকে মায়াবতীর দখলে ছিল মোট ১০টি আসন।

সমীক্ষা বলছে, উত্তরপ্রদেশে আসন পেতে তেমন একটা কাঠখড় পোড়াতে হবেনা বিজেপিকে (BJP)। উত্তরপ্রদেশের মানুষজন এমনিই বিজেপির কাজে বেশ সন্তুষ্ট। জনমত জরিপ অনুসারে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ পাবে প্রায় ৫৩.১৬ শতাংশ ভোট, যেখানে ‘ইন্ডিয়া’র দখলে যাবে প্রায় ৩২.৫৭ শতাংশ ভোট। অন্যদিকে বিএসপি পেতে পারে প্রায় ১০.৪৩ শতাংশ ভোট এবং নির্দল সহ অন্যান্যদের ঝুলিতে যাবে প্রায় ৩.৮৪ শতাংশ ভোট।

আরও পড়ুন: অধীরদের দোষারোপ, কংগ্রেস ছেড়ে কী তবে বিজেপিতে? জল্পনা বাড়ালেন খোদ কৌস্তভ

অঞ্চল ভিত্তিক আসনের হিসাব

NDA – পশ্চিম ইউপি (৮), রোহিলখণ্ড (১২), বুন্দেলখণ্ড (৪), এবং আওধ (১৪) এর সমস্ত আসন যাবে এনডিএ-র দখলে। তবে দোয়াবের ১৩ টি আসনের মধ্যে ১২টি থাকবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র দখলে। অন্যদিকে উত্তরপ্রদেশ পূর্বের ২৯টি আসনের মধ্যে ২৮টি থাকবে এনডিএ-র হাতে।

আরও পড়ুন : ‘মমতার পুলিশের নিরাপত্তায় রয়েছে শাহজাহান’, সন্দেশখালি নিয়ে বিস্ফোরক শুভেন্দু

তবে রায়বরেলি আসনে কংগ্রেস জিতবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, রায়বরেলিকে গান্ধী পরিবারের অন্যতম গড় বলে মনে করা হয়। এছাড়াও দোয়াবের একটি আসন থাকবে কংগ্রেসের দখলে।

আরও পড়ুন : ‘৩৬ মানে থার্টিফোর’ অতীত! নুসরতের নয়া বচন ‘১৭৪ ধারা’! সন্দেশখালি ইস্যুতে বিপাকে অভিনেত্রী

এছাড়াও ইন্ডিয়া টিভি-সিএনএক্সের সমীক্ষা বলছে, বারাণসী থেকে ‘বিশাল ব্যবধানে’ জয় হাসিল করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও মুজাফফরনগর, বাগপত, গাজিয়াবাদ, লখনউ, এলাহাবাদ এবং ফৈজাবাদে “বিশাল ব্যবধানে” জয় লাভ করবেন এনডিএ প্রার্থীরা। তবে ‘ইন্ডিয়া’ জোট এগিয়ে থাকবে ময়নপুরিতে। সবে মিলিয়ে উত্তরপ্রদেশ যে এনডিএ-র দখলে সেকথা বলাই বাহুল্য।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর