ভোজপুরি ইন্ডাস্ট্রিতে শোকের আবহ, আত্মঘাতী হলেন জনপ্রিয় অভিনেত্রী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: একের পর এক শোকের খবর আসছে সিনেদুনিয়ায়। আত্মঘাতী (suicide) হয়েছেন জনপ্রিয় ভোজপুরি (bhojpuri) অভিনেত্রী অনুপমা পাঠক (anupama pathak)। মুম্বইতে নিজের অ্যাপার্টমেন্টে আত্মহত‍্যা করেন তিনি। সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, ২ অগাস্ট দাহিসরে নিজের অ্যাপার্টমেন্টে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় বছর ৪০ এর এই অভিনেত্রীকে।
মৃত‍্যুর একদিন আগেই ফেসবুক লাইভে অনুরাগীদের সঙ্গে সরাসরি কথা বলেন অনুপমা। নিজের মানসিক অবস্থা সম্পর্কেও লাইভে জানান তিনি। জানা গিয়েছে, একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে তাঁর বাড়ি থেকে। সুইসাইড নোটে আত্মহত‍্যার কারন হিসাবে অর্থনৈতিক দুরবস্থা ছাড়া আরও একটি কারন উল্লেখ করেছেন তিনি।
সুইসাইড নোটে লেখা ছিল, ‘বন্ধুর কথায় মালাডের একটি প্রযোজনা সংস্থায় ১০০০০ টাকা বিনিয়োগ করেছিলাম। ২০১৯ এর ডিসেম্বরে টাকা ফেরত দেওয়ার কথা ছিল ওই কোম্পানির। কিন্তু এখন টাকাটা ফেরত দিতে টালবাহানা করছে তারা।’ এছাড়া অভিনেত্রী আরও জানান, মনীশ ঝা নামে এক ব‍্যক্তি লকডাউনের সময় তাঁর গাড়িটি নেন। সেই সময় নিজের দেশের বাড়িতে ছিলেন অনুপমা। পরে তাঁর গাড়ি ফেরত দিতে অস্বীকার করেন ওই ব‍্যক্তি। ১০ মিনিটের ফেসবুক লাইভে কাউকে বিশ্বাস না করার কথাও বলেন অনুপমা।


এই নিয়ে দ্বিতীয় আত্মহত‍্যার খবর পাওয়া গেল সিনে ইন্ডাস্ট্রি থেকে। এর আগে জানা যায়, অভিনেতা ও মডেল সমীর শর্মাকে নিজের মুম্বইয়ের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। আত্মহত‍্যার ফলে তাঁর মৃত‍্যু হয়েছে বলে খবর।
সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, বুধবার রাতেই রান্নাঘর থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় সমীরের দেহ উদ্ধার করা হয়। সিলিং ফ‍্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছিলেন তিনি। পশ্চিম মালাডের অহিংসা মার্গের নেহা সিএইচএস বিল্ডিংয়ে থাকতেন তিনি।
মুম্বই পুলিস সূত্রে খবর, এই অ্যাপার্টমেন্টে চলতি বছরের ফেব্রুয়ারিতেই ফ্ল‍্যাট ভাড়া নিয়েছিলেন সমীর। রাতের পাহারায় অ্যাপার্টমেন্টের চক্কর কাটা্য সময় নিরাপত্তারক্ষী সমীরের দেহ দেখতে পান এবং সঙ্গে সঙ্গে সোসাইটির সদস‍্যদের জানান। পুলিসের মতে, অভিনেতার দেহ দেখে মনে হচ্ছে তিনি দুদিন আগেই আত্মহত‍্যা করেছেন।
তবে ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। তাই আপাতত এটা ‘দুর্ঘটনায় মৃত‍্যু’ হিসাবে নথিভুক্ত করেছে পুলিস। অটোপ্সির জন‍্য পাঠানো হয়েছে সমীরের দেহ।

X