শিল্পী আবার গানও শেখান! নাতনিকে পাশে নিয়ে হারমোনিয়ম বাজিয়ে গান ধরলেন ভুবন, ভাইরাল ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক: নিজে একজন ভাইরাল ‘সেলিব্রিটি’ ভুবন বাদ‍্যকর (Bhuban Badyakar)। ‘কাঁচা বাদাম’ গেয়েই ভুবন জুড়ে তাঁর খ‍্যাতি। সে গানের উন্মাদনা এখন কমেছে বটে। তবে নিত‍্য নতুন গান নিয়ে হাজির হচ্ছেন ভুবন। লাইমলাইট থেকে এত তাড়াতাড়ি সরতে রাজি নন তিনি। কাঁচা বাদাম তাঁকে জনপ্রিয়তা দিয়েছে। বাড়ি, গাড়ি সব দিয়েছে।

জনপ্রিয়তা ধরে রাখার জন‍্য নতুন নতুন ভিডিওতে মুখ দেখাচ্ছেন ভুবন। নিজের ইউটিউব চ‍্যানেল খুলে ফেলেছেন তিনি। সেখানে টুকটাক ভিডিও শেয়ার করেন তিনি মাঝেমধ‍্যেই। এবার এক ছোট্ট মেয়েকে গান শেখানোর ভিডিও ভাইরাল হল ভুবনের। হারমোনিয়ম বাজিয়ে গান গাইতে দেখা গিয়েছে তাঁকে।


নিজের ইউটিউব চ‍্যানেল ‘ভুবন বাদ‍্যকর অফিশিয়াল’এ একটি ভিডিও শেয়ার করেছেন বাদাম কাকু। সেখানে তাঁকে দেখা হারমোনিয়ম বাজিয়ে সরগম গাইতে শোনা গিয়েছে। পাশে বসে একটি ছোট মেয়ে, সম্ভবত তাঁর নাতনি। মেয়েটিও গলা মিলিয়েছে ভুবনের সঙ্গে।

সামনে বসে একজন ব‍্যক্তি যিনি নির্দেশ দিচ্ছেন ভুবনকে। আর সেই নির্দেশ মেনে হারমোনিয়মে সুর তুলছেন তিনি। এভাবেই প্রত‍্যেক সপ্তাহে নতুন গানের অনুশীলন করেন বলে জানিয়েছেন ভুবন। ভিডিওটি এক মাস আগের হলেও নতুন করে ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়।

অতি সম্প্রতি প্রকাশ‍্যে এসেছে কেশব ও ভুবনের নতুন মিউজিক ভিডিও ‘হবে নাকি বৌ’। যার ট‍্যাগলাইন ‘তোমায় কাঁচা বাদাম কিনে দেব, হবে নাকি বৌ?’ একদিকে কেশব, আরেক পাশে সুন্দরী পায়েল মুখোপাধ‍্যায়কে নিয়ে মধ‍্যমণি হয়ে নেচেছেন ভুবন বাদ‍্যকর। আর বিশেষ অ্যাপিয়ারেন্স ছিল ‘বাদাম কাকিমা’ আদুরিরও।

এক সাক্ষাৎকারে মিউজিক ভিডিওর পরিচালক জানান, তাঁরা অনেকদিন ধরেই পরিকল্পনা করছিলেন বাদামকাকুকে নিয়ে যদি অন‍্য রকম কিছু করা যায়। তখনি গানের লেখক বাদল পাল ট‍্যাগলাইনটি নিয়ে হাজির হন।

একটি র‍্যাপও রয়েছে গানে, যেটি গেয়েছেন ভুবন। কেশব বলেন, বাদামকাকুকে দেখিয়ে নিজেদের গান হিট করাতে চান না তাঁরা। ভুবনের গানের স্টাইলকে এক্সপ্লোর করতে চান তাঁরা। একই ধরনের গান থেকে বেরিয়ে ভুবনকে দিয়ে একটু অন‍্য রকম গান গাওয়ার চেষ্টা আর কী।

X