হানিমুনে দুষ্টুমির গল্প, জিৎকে নকল করে নাচ দেখালেন ভুবন! জমজমাট ‘ইসমার্ট জোড়ি’

Published On:

বাংলাহান্ট ডেস্ক: একবার ভাইরাল হতেই জীবন বদলে গিয়েছে ভুবন বাদ‍্যকরের‌ (Bhuban Badyakar)। তাঁর ‘কাঁচা বাদাম’ গান কাঁপিয়েছে গোটা দুনিয়া। এখন উন্মাদনা কিছুটা থিতিয়ে গেলেও জনপ্রিয়তা কমেনি ভুবনের। তিনি দিব‍্যি নিত‍্য নতুন গান রেকর্ড করছেন। বিভিন্ন চ‍্যানেলের নন ফিকশন শো গুলিতেও অংশ নিচ্ছেন। আপাতত তাঁকে দেখা যাচ্ছে, স্টার জলসার নতুন রিয়েলিটি শো ‘ইসমার্ট জোড়ি’তে (Ismart Jodi)।

সুপারস্টার জিতের সঞ্চালনায় নতুন রিয়েলিটি শোটির কনসেপ্টও বেশ অন‍্য রকমের। তারকা জুটিদের প্রেম ও বিয়ের রঙিন কাহিনি উঠে আসবে এই শো তে। একগুচ্ছ তারকা প্রতিযোগীদের মধ‍্যে বিশেষ ভাবে নজর কেড়েছেন ভুবন ও তাঁর স্ত্রী। বাদাম কাকুর মতো জনপ্রিয়তা পেয়েছেন বাদাম কাকিমাও।


রবিবার শোতে থাকছে ‘হানিমুন স্পেশ‍্যাল পর্ব’। বিয়ের পর মধুচন্দ্রিমায় কে কী করেছিলেন, সেই সব দুষ্টু মিষ্টি গল্প শোনাবেন তারকা জুটিরা। তবে ভুবন যে গল্প শোনালেন তা শুনে কথা হারিয়েছেন খোদ জিৎও। হানিমুনে কী এমন করেছিলেন ‘কাঁচা বাদাম’ দম্পতি?

জিতের প্রশ্ন শুনে ভুবনের উত্তর, হানিমুনে জিতের সিনেমাই দেখতে নিয়ে গিয়েছিলেন তিনি স্ত্রীকে। এই বলেই ছবিতে অভিনেতা যেভাবে নেচেছিলেন সেই নাচও নকল করে দেখান ভুবন। সব দেখেশুনে বাক‍্যহারা জিৎ। বাদাম কাকুর নাচ দেখে হাসতে হাসতে গড়িয়ে পড়ার জোগাড় নেটনাগরিকদের।


এর আগে ইসমার্ট জোড়ির মঞ্চে দ্বিতীয় বার বিয়ে করেন ভুবন ও তাঁর স্ত্রী। যখন দুজনের বিয়ে হয়েছিল তখন ধুমধাম করতে পারেননি ভুবন বাদ‍্যকর। ছবি তোলা তো দূরের কথা, লোক খাওয়াতেও পারেননি তাঁরা। তাই ইসমার্ট জোড়ির মঞ্চে আবারো বাদাম কাকু আর কাকিমার বিয়ে দেন জিৎ। মালাবদল, সাত পাক ঘুরে স্ত্রীর সিঁথিতে সিঁদুর ছুঁইয়ে দেন ভুবন।

https://www.instagram.com/p/CcFdAPNKjkm/?igshid=YmMyMTA2M2Y=

স্বামী স্ত্রী দুজনেই লাল সাদা রঙমিলান্তি পোশাকে সেজে এসেছিলেন। জিৎ বাদাম কাকুর স্ত্রীকে জিজ্ঞাসা করেন, সেরা উপহার কী দিয়েছেন ভুবন। লাজুক হেসে ‘বাদাম কাকিমা’ উত্তর দেন, “কিস দেয়”। জিতের অনুরোধে মঞ্চের উপরেই স্ত্রীর দুই গালে চুমু দেন ভুবন বাদ‍্যকর। দুজনের সরল, মিষ্টি ভালবাসা দেখে মুখে হাসি অভিনেতারও।

সম্পর্কিত খবর

X