বাংলা হান্ট ডেস্কঃ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এবং ইংল্যান্ড সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করার পর থেকে অনেকেই দাবি করেছিলেন ভুবেনেশ্বর কুমারকে এই দলে রাখা উচিত ছিল। কারণ ইংল্যান্ডের সুইং পিচে ভুবেনেশ্বর কুমার খুবই কার্যকরী ভূমিকা পালন করতেন। তবে জানা গিয়েছে ভুবনেশ্বর কুমারকে দলে না রাখার কারণ ভুবি নিজেই নাকি টেস্ট ক্রিকেট খেলতে চান নি।
2014 সালে ভারতীয় দল যখন ইংল্যান্ড সফরে গিয়েছিল সেই সিরিজে দারুন কার্যকরী ভূমিকা পালন করেছিলেন ভুবেনেশ্বর কুমার। বল হাতে 19 টি উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে তিনটি অর্ধশত রান করেছিলেন ভুবি। আর সেই সমস্ত দিক বিচার করে অনেকেই দাবি করেছিলেন ভুবনেশ্বর কুমারকে নেওয়া উচিত ছিল, ভুবি না খেলায় ভারতীয় দলের ক্ষতি হবে। তবে ভুবি নিজেই নাকি টেস্ট ক্রিকেট খেলার বিষয়ে খুব একটা আগ্রহ দেখায়নি। ভুবির টার্গেট এখন টি-টোয়েন্টি বিশ্বকাপে, সেই জন্য ও আরও বেশি বেশি করে টি-টোয়েন্টি খেলাতেই মনোনিবেশ করতে চান বলে জানা গিয়েছে।
এই মুহূর্তে ভারতীয় টেস্ট দলের তিনজন প্রধান বোলার হল মহম্মদ সামি, ইশান্ত শর্মা এবং জাসপ্রিত বুমরাহ। সামি এবং ইশান্ত দুজনে চোট প্রবন, বেশিরভাগ সময় দুজনেই চোট পান। সেই জন্য বিকল্প হিসাবে দলে রয়েছেন এছাড়া উমেশ যাদব। এছাড়াও মহম্মদ সিরাজের মত তরুণ বোলাররাও রয়েছেন। তবে ভুবির 21 টি টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা এখানে খুবই কাজে লাগতো।