ভূপতিনগর কাণ্ডে নয়া মোড়! NIA-র বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তৃণমূলের, শুরু তদন্ত

বাংলা হান্ট ডেস্কঃ সন্দেশখালিতে ইডি পেটানোর রেশ এখনও পুরোপুরি কাটেনি। তার মধ্যে ফের গ্রামবাসীদের হামলার মুখে পড়লেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। শুক্রবার রাতে বিস্ফোরণ মামলার তদন্তে ভূপতিনগর (Bhupatinagar) যান এনআইএ (NIA) গোয়েন্দারা। দুই তৃণমূল নেতাকে গ্রেফতার করে গাড়িতে তোলার সময় তাঁদের ওপর একদল গ্রামবাসী হামলা করেন বলে অভিযোগ। এবার এই কাণ্ডে এক তৃণমূল নেতার পরিবারের তরফ থেকে থানায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা হল।

গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, ভূপতিনগরে মহিলারা কোনও হামলা করেননি। বরং কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা হামলা করেছিল। মহিলারা কি তখন শাঁখা-পলা পরে বসে থাকবেন? নিজেদের ইজ্জত বাঁচাবেন না? প্রশ্ন তুলেছিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো। এবার সামনে এল এনআইএ-র বিরুদ্ধে অভিযোগের খবর।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এনআইএ (National Investigation Agency) আধিকারিকদের বিরুদ্ধে মধ্যরাতে বাড়ির দরজা ভেঙে মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই সেই অভিযোগটিকে এফআইআর হিসেবে নথিভুক্ত করা হয়েছে, সেই সঙ্গেই তদন্তে নেমেছে ভূপতিনগর থানার পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারা তথা শ্লীলতাহানির ধারা দেওয়া হয়েছে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের বিরুদ্ধে। উল্লেখ্য, এটি জামিন অযোগ্য ধারা।

আরও পড়ুনঃ বিতর্ক সভায় কুণালকে দেখে তেড়ে এল দর্শক! বাঁচালেন শতরূপরা? তৃণমূল নেতার নিশানায় সঞ্চালক

এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে শ্লীলতাহানির এই অভিযোগের খবর সামনে এনেও, জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। তবে কেউ কেউ আবার এই ঘটনায় সন্দেশখালির ছায়া দেখছেন। গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে সন্দেশখালি গিয়ে উত্তেজিত জনতার হাতে মার খেয়েছিলেন ইডি আধিকারিকরা। এই ঘটনার পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন শেখ শাহজাহানের পরিবার। ভূপতিনগরের ক্ষেত্রেও সেই একই চিত্র দেখা গেল।

nia tmc

প্রসঙ্গত, ২০২২ সালের ডিসেম্বর মাসে ভূপতিনগর বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। এক তৃণমূল নেতার বাড়িতে হওয়া এই বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন তিন জন। বর্তমানে এই মামলার তদন্ত করছেন কেন্দ্রীয় এজেন্সি এনআইএ।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর