বড় ঘোষণাঃ এক দেশ এক রেশন কার্ডের সুবিধা পাবে দেশের মানুষ, জানুন আপনার রাজ্যে চালু হবে কবে থেকে

বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যেই মানুষের খাদ্য সংকট দেখে কেন্দ্র সরকার এক দেশ এক রেশন কার্ড (Ration card) যোজনা লাগু করেছিলেন। সেই যোজনার কাজও শুরু হয়ে গিয়েছে জোর কদমে। বেশ কয়েকটি জায়গায় ইতিমধ্যেই এই নিয়মের সূচনাও হয়ে গিয়েছে। তবে বাকি রয়েছে এখনও বেশ কিছু রাজ্যে।

এক দেশ এক রেশন কার্ড
এক দেশ এক রেশন কার্ডের ভিত্তিতে কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ান ট্যুইট করে বলেন, দেশের যে কোন নাগরিক দেশের যে কোনও প্রান্ত থেকে এবার রেশন নিতে পারবেন। এক রাষ্ট্র এক রেশন কার্ডের মাধ্যমে এই সুবিধা পাওয়া যাবে। এই যোজনার আয়ত্তায় নাগরিকদের জায়গা পরিবর্তন করলে, রেশন কার্ড সারেন্ডার অথবা নতুন করে বানানোর প্রয়োজন হবে না। দেশের যে কোন ডিলারের কাছ থেকে নাগরিকরা এই সুবিধা নিতে পারবে। তবে ইতিমধ্যেই দেশের বেশ কয়েকটি জায়গায় এই নিয়ম জারী করা হলেও, ১৪ রাজ্যে এখনও এই যোজনা চালু করা হয়নি ৷

images

কোথায় কেমন কাজ চলছে
১ লা জুন থেকে ১৭ টি রাজ্যে এই নিয়ম চালু হয়ে গিয়েছে। তবে দিল্লীতে এই যোজনার জন্য পিডিএস দোকানে e-PoS মেশিন লাগানোর প্রক্রিয়া থেকে শুরু করে ১০০ শতাংশ আধার সিডিং করা হয়েছে। লাদাখে এই কাজ প্রায় শেষের পথে। e-PoS মেশিন সম্পূর্ণ ১০০ শতাংশ এবং আধার সিডিং ৯১ শতাংশ করা হয়েছে। অপরদিকে পশ্চিমবঙ্গে ১০০ শতাংশ e-PoS মেশিন লাগানো হয়ে গেলেও, ৮০ শতাংশ আধার সিডিং করা হয়েছে।

চালু হয়েছে এই রাজ্যে
এই যোজনা এখনও পর্যন্ত অন্ধ্রপ্রদেশ, গোয়া, গুজরাত, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরল, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, তেলঙ্গনা, ত্রিপুরা, বিহার, উত্তরপ্রদেশ, পঞ্জাব, হিমাচলপ্রদেশ, দমন ও দিউয়ে চালু হয়ে গিয়েছে ৷

census

বাকি আছে এই স্কিম
এই স্কীম খুব শীঘ্রই ওড়িশা, নাগাল্যান্ড মিজোরামে চালু হতে চলেছে ৷ তবে ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশ, গোয়া, গুজরাট, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরল, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, তেলঙ্গনা, ত্রিপুরা, বিহার, উত্তরপ্রদেশ, পঞ্জাব, হিমাচলপ্রদেশ, দমন ও দিউয়ে এই স্কিম চালু করা হয়ে গেছে। আগামী ১ লা অগাস্ট থেকে উত্তরাখণ্ড, সিকিম ও মণিপুরেও চালু করা হবে এক দেশ এক রেশন কার্ডের স্কিম।

Smita Hari

সম্পর্কিত খবর