বাংলাদেশি ক্রিকেটে হয়ে গেল বড় রদবদল। কিছুদিন আগেই বাংলাদেশ ওয়ানডে দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছে বাংলাদেশের প্রাপ্তন অধিনায়ক তথা আলরউন্ডার মাশরাফি বিন মুর্তজা। এবার বাংলাদেশ দলের অধিনাকত্ব তুলে দেওয়া হল বাঁহাতি তারকা ব্যাটসম্যান তামিম ইকবালের হাতে।
মাশরাফির উত্তরসূরি হিসাবে তামিম ইকবালের হাতে তুলে দেওয়া হল অধিনায়কত্বের দায়িত্ব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে তামিমের। এছাড়াও ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন তিনি অধিনায়কত্ব করেছেন, সেই কারণেই তামিমের হাতে তুলে দেওয়া হল বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব। উল্লেখ্য বিশ্বকাপের পর শ্রীলংকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব করেছিলেন তামিম এছাড়াও একটি টেস্ট ম্যাচে মুশফিকুর রহিম চোট পেয়ে যাওয়ায় অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছিলেন তামিম ইকবাল।
বাংলাদেশকে দলের পাঁচ বছর অধিনায়ক ছিলেন মাশরাফি বিন মুর্তাজা। জিম্বাবুয়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ খেলে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান। তারপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিচার বিবেচনা করে তামিম ইকবালের হাতে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব তুলে দেয়।