বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে যত দিন এগোচ্ছে ততই মোবাইলপ্রেমীদের কাছে আরও জনপ্রিয় হয়ে উঠছে iPhone। প্রতি বছরই সমগ্ৰ বিশ্বজুড়ে রেকর্ড পরিমানে বিক্রি হয় iPhone-এর মডেলগুলি। এমতাবস্থায়, গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে প্রায় প্রতি বছরই Apple তাদের নতুন iPhone-এর সিরিজ উপস্থাপন করে।
সেই রেশ বজায় রেখেই এবার iPhone 15 সিরিজ চলতি বছর লঞ্চ হতে চলেছে। এদিকে, ইতিমধ্যেই এই সিরিজের প্রো মডেল সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্য সামনে এসেছে। যা নিঃসন্দেহে টেকপ্রেমীদের কাছে বাড়তি আগ্রহ জোগাবে। জানা গিয়েছে, Apple-এর iPhone 15 প্রো স্মার্টফোনটি ৮ জিবি RAM-এর সাথে উপলব্ধ হবে। মিডিয়া রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে। MacRumors-এর রিপোর্ট অনুযায়ী, আসন্ন iPhone 15, RAM-এর “ক্ষমতা এবং স্পেসিফিকেশনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে”।
iPhone 15-এ থাকবে 6GB RAM: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, iPhone 14 Pro মডেলটিতে 6 GB RAM রয়েছে। এদিকে, স্ট্যান্ডার্ড iPhone 15 এবং iPhone 15 প্লাস স্মার্টফোনগুলিও 6 GB RAM-এর সাথে উপলব্ধ থাকবে বলে জানা গিয়েছে। পাশাপাশি, এগুলির RAM আপগ্রেডও করা যেতে পারে। যেমনটি গত বছর iPhone 14 প্রো মডেলের ক্ষেত্রে হয়েছিল।
বিভিন্ন অ্যাপ চালাতে সক্ষম হবে: বর্ধিত RAM ব্যাকগ্রাউন্ডে একসাথে একাধিক অ্যাপ চালানোর জন্য iPhone-কে সক্ষম করে তুলবে। যার ফলে মাল্টিটাস্কিং করতে পারবেন ব্যবহারকারীরা। শুধু তাই নয়, RAM আপগ্রেডের ফলে iPhone 15 প্রো মডেলের জন্য প্রত্যাশিত A17 Bionic CPU-র সামগ্রিক কর্মক্ষমতাও উন্নত করবে।
পাশাপাশি, রিপোর্টে বলা হয়েছে যে, এই টেক জায়ান্ট চলতি বছরের সেপ্টেম্বরে একটি প্রেস ইভেন্টের মাধ্যমে iPhone 15 সিরিজ লঞ্চ করতে পারে। এদিকে, গত মাসে জানানো হয়েছিল যে, iPhone 15 Pro মডেলে iPhone 14 Pro মডেলের তুলনায় আল্ট্রা থিন এবং কার্ভড বেজেলস থাকবে।