এবার Aadhar Card-এর প্রসঙ্গে এল বড় খবর! UIDAI শুরু করেছে এই সুবিধা

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে আমাদের দেশে আধার কার্ড (Aadhar Card) প্রত্যেকের কাছেই একটি গুরুত্বপূর্ণ নথি হিসেবে বিবেচিত হচ্ছে। এমতাবস্থায়, এবার UIDAI (Unique Identification Authority of India)-এর তরফে আধার কার্ড সংক্রান্ত বড়সড় তথ্য সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, পরিষেবা প্রদানের জন্য আধার নম্বর ভিত্তিক ফেস ভেরিফিকেশনের (Face Verification) ক্ষেত্রে একটি বিরাট বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে।

শুধু তাই নয়, গত মে মাসে ১.০৬ কোটি ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে। যা এখনও পর্যন্ত এক্ষেত্রে সর্বোচ্চ মাসিক পরিসংখ্যান হিসেবে বিবেচিত হচ্ছে। ইতিমধ্যেই সরকারি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য উপস্থাপিত করা হয়েছে। উল্লেখ্য যে, একটানা ২ মাস ধরে ফেস ভেরিফিকেশনের সংখ্যা এক কোটি ছাড়িয়েছে।

ফেস ভেরিফিকেশনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে: বিবৃতিতে বলা হয়েছে, ফেস ভেরিফিকেশনের সংখ্যা ক্রমশ বাড়ছে। ২০২৩ সালের জানুয়ারিতে এই ধরণের ভেরিফিকেশনের তুলনায় গত মে মাসে করা ভেরিফিকেশনের সংখ্যা ৩৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এদিকে, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) দ্বারা তৈরি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স/মেশিন লার্নিং সলিউশন বর্তমানে ৪৭ টি ইউনিট ব্যবহার করছে। এর মধ্যে রয়েছে রাজ্য সরকারের বিভাগ এবং কেন্দ্রীয় সরকারের মন্ত্রক সহ কয়েকটি ব্যাঙ্ক।

কোথায় কোথায় ব্যবহার করা হচ্ছে: জানা গিয়েছে, এগুলি আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার সুবিধাভোগীদের রেজিস্ট্রেশন, প্রধানমন্ত্রী কিষাণ যোজনার সুবিধাভোগীদের ভেরিফিকেশন এবং পেনশনভোগীদের পরিবারকে ডিজিটাল জীবন শংসাপত্র দেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে।

aadhar card rule

অ্যাকাউন্ট খোলার কাজেও ব্যবহৃত হয়: এছাড়াও, এটি বিভিন্ন সরকারি বিভাগে কর্মচারীদের উপস্থিতি চিহ্নিতকরণ এবং ব্যাঙ্কের প্রতিনিধিদের মাধ্যমে কিছু ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার জন্যও ব্যবহৃত হচ্ছে। উল্লেখ্য যে, বিবৃতিতে আরও বলা হয়েছে, গত মে মাসে UIDAI জনগণের কাছ থেকে আবেদন পাওয়ার পরে ১.৪৮ কোটি আধার কার্ড সংশোধন করেছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর