মোদী সরকারের কড়া পদক্ষেপের পর চীন HDFC এর অংশিদারিত্ব ছেড়ে দিলো

বাংলা হান্ট ডেস্কঃ করোনা ভাইরাস আর লকডাউনের মধ্যে চীনের সেন্ট্রাল ব্যাংক পিপলস অফ চাইনার (The People’s Bank of China) তরফ থেকে HDFC ব্যাংকের অংশিদারিত্ব কিনেছিল। এরপর চীনের সাথে ভারতের সীমান্ত নিয়ে উত্তেজনার পর  মোদী সরকারের (Modi Sarkar) তরফ থেকে একের পর এক চীনে সাথে বাণিজ্যিক সম্পর্ক ভেঙে দেওয়া হলে, বিরোধীরা প্রশ্ন তুলেছিল যে, HDFC ব্যাংকের শেয়ার নিয়ে কি করা হবে? এমনকি এও বলা হচ্ছিল যে, সরকার একদিকে চীনের বিরোধিতা করছে আরেকদিকে HDFC ব্যাংক চীনের হাতে তুলে দিচ্ছে।

এরপর সরকার বিদেশী বিনিয়োগের নিয়মে বদল এনে সেটিকে আরও কড়া করে দেয়। এরফলে চীনের সেন্ট্রাল ব্যাংক পিপলস অফ চাইনা ভারতের বেসরকারি সেক্টরে সবথেকে বড় হাউসিং কোম্পানি HDFC থেকে নিজেদের অংশিদারিত্ব বিক্রি করে দেয়। এপ্রিল মাসে পিপলস ব্যাংক অফ চাইনা HDFC তে ১.০১ শতাংশ শেয়ার কিনে ৩ হাজার ৩০০ কোটি টাকার বিনিয়োগ করেছিল।


Koushik Dutta

সম্পর্কিত খবর