Ekchokho.com 🇮🇳

‘দুর্নীতির প্রমাণ কোথায়?’, অযোগ্যদের হয়ে আদালতকেই প্রশ্ন কল্যাণের, রেগে গেলেন বিচারপতি! যা হল…

Published on:

Published on:

calcutta high court 3

বাংলা হান্ট ডেস্কঃ ফের আদালতে ধাক্কা খেল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে নয়া নিয়োগে (SSC Recruitment Case) কোনোভাবেই অংশ নিতে পারবেন না টেন্টেড বা দাগী বলে চিহ্নিতরা। সোমবার এই বিষয়ে স্পষ্ট নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য এদিন রাজ্য ও কমিশনকে এই সংক্রান্ত বিষয়ে নির্দেশ দেন।

অযোগ্যদের হয়ে আদালতে ‘লড়ল’ রাজ্য, এসএসসি | Calcutta High Court

আদালত অযোগ্যদের পক্ষে রায় না দিলেও এদিন রাজ্য সরকার ও এসএসসি আদালতে অযোগ্যদের পক্ষে ঝোড়ো সওয়াল করে। বিচারপতির পর্যবেক্ষণ, ‘ অযোগ্যদের পরীক্ষা থেকে বাদ দিয়ে নিয়োগ প্রক্রিয়া চালানোর কথা আদালত ভাবছে। সুপ্রিম কোর্টের সময়সীমার মধ্যেই সেই নিয়োগ প্রক্রিয়া হোক।’

পাল্টা রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কতবার তারা ফল ভোগ করবে, সাজা পাবে?’ যদিও বিচারপতি ভট্টাচার্য স্পষ্ট বলেন, ‘তারা প্রতারণা করে চাকরি পেয়েছে তাই তারা বাদ যাবেই।’ প্রসঙ্গত, এদিন আদালতে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের পাশে দাঁড়িয়ে জোরালো সওয়াল করে রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন।

টেন্টেড বা দাগীদের পাশে দাঁড়িয়েই আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যুক্তি, সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা নয়া নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না। কল্যাণ আরও বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী চিহ্নিত অযোগ্যরা বয়সজনিত ছাড় পাবেন না ঠিকই কিন্তু তারা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না এমন নির্দেশ শীর্ষ আদালত দেয়নি।

কিছু প্রমাণ হয়েছে? আদালতকেই পাল্টা প্রশ্ন

কল্যাণের যুক্তি শুনে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, ‘এতবড় দুর্নীতির অভিযোগ উঠেছে, সুপ্রিম কোর্ট অযোগ্যদের টাকা ফেরত দেওয়ার কথা বলেছে, তারপরও এটা বলবেন?’ কল্যাণ অবশ্য জোর গলায় বলেন, ‘তদন্ত শেষ হয়নি, কিছু প্রমাণ হয়েছে ? কারও দোষ প্রমাণ হয়েছে? কোন আইনে এদের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে দেওয়া হবে না?’

কল্যাণের কথায়,নতুন নিয়োগ প্রক্রিয়ায় যদি নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা অংশ না নিতে পারেন, তাহলে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া অসফল চাকরিপ্রার্থীদের ক্ষেত্রেও তা হওয়া উচিৎ। সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে অযোগ্য বলে চিহ্নিত না হওয়া ব্যক্তিদের ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরি করার সুযোগ দিয়েছে ঠিকই, তবে তার মানে এটা হচ্ছে না যে, শীর্ষ আদালত নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের গোটা নিয়োগ প্রক্রিয়া থেকে বার করে দিয়েছে।

calcutta high court

আরও পড়ুন: প্রবীন বাম নেতাকে রাস্তায় ফেলে মারধর! তৃণমূল নেত্রী বেবির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল দল

যদিও কল্যাণের ঝোড়ো সওয়ালে এদিন কোনও কাজই হয়নি। বিচারপতির স্পষ্ট পর্যবেক্ষণ, ‘ অযোগ্যদের পরীক্ষা থেকে বাদ দিয়ে নিয়োগ প্রক্রিয়া চালানোর কথা আদালত ভাবছে। সুপ্রিম কোর্টের সময়সীমার মধ্যেই সেই নিয়োগ প্রক্রিয়া হোক।’ পাশাপাশি নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের কেউ ইতিমধ্যে আবেদন করলে তাও বাতিল করার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।