বাংলাহান্ট ডেস্ক : ইলিশের (Hilsa Fish) প্রজননে জোয়ার আনতে একটা নির্দিষ্ট সময় মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয় সরকারের তরফে। ভারত এবং বাংলাদেশ দুই প্রতিবেশী দেশেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়ে থাকে। এর মধ্যেও অবশ্য প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে সমুদ্রে নেমে বেআইনি ভাবে মাছ (Hilsa Fish) ধরতে গিয়ে শাস্তি পেয়েছেন মৎস্যজীবীরা। তবে সম্প্রতি উঠেছে মাছ ধরায় নিষেধাজ্ঞা। আর এর মাঝেই এল বড় খবর।
মৎস্যজীবীদের জালে আড়াই কেজি ওজনের ইলিশ (Hilsa Fish)
মাছ ধরায় নিষেধাজ্ঞা উঠতেই সমুদ্রে যাওয়া শুরু করেছেন মৎস্যজীবীরা। আর তারপরেই সাদ্দাম হোসেন নামে এক মৎস্যজীবীর জালে ধরা পড়ল প্রায় আড়াই কেজি ওজনের একটি পেল্লাই ইলিশ (Hilsa Fish)। কমলনগর মতিরহাট মাছঘাটে আনা হলে তার দামও উঠল চড়া। জানা গিয়েছে, নিষেধাজ্ঞা উঠতেই বাংলাদেশের ওই মৎস্যজীবী জনা ১৫ সঙ্গী নিয়ে সমুদ্রে পাড়ি দেন। জালে আরও ইলিশের (Hilsa Fish) সঙ্গে ওই বড় আকারের ইলিশটিও ধরা পড়ে। পরে মাছটি আড়তে নিয়ে আসা হয়।

কেন এত চড়া দাম: মৎস্যজীবীরা জানান, এবছর মেঘনা নদীতে মাছ কম ধরা পড়েছে। তার জেরেই মাছের চড়া দাম উঠেছে বলে খবর। আড়তের মালিক জানান, অনেকগুলি মাছের সঙ্গে বড় ইলিশটি (Hilsa Fish) নিয়ে আসা হয়েছিল আড়তে। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হতে প্রথম দিনেই বড় আকারের ইলিশটি জালে ওঠে। সচরাচর এত বড় ইলিশ (Hilsa Fish) ধরা পড়ে না। তাই ভালো দামও উঠেছে মাছের।
আরও পড়ুন : রাজ্যে SIR হলেও কাদের লাগবে না কোনো নথি? দুশ্চিন্তা না করে সতর্ক থাকুন
কত টাকায় বিকোলো ইলিশ: ৯২০০ টাকায় আড়াই কেজি ওজনের মাছটি কিনে নিয়েছেন ব্যবসায়ী আমির হোসেন। তিনি জানান, ঢাকার মোকামে বড় ইলিশের (Hilsa Fish) চাহিদা অনেক। সেখানেই পাঠানো হবে ইলিশটি। সেখানে অন্তত ১১-১২ হাজার টাকায় ইলিশটি বিক্রি করতে পারা যাবে বলে আশা করছেন তিনি।
আরও পড়ুন : চোখ রাঙাচ্ছে ‘মন্থা’, ঘূর্ণিঝড়ের আশঙ্কায় তড়িঘড়ি বদল একগুচ্ছ ট্রেনের টাইম টেবিল
এদিকে নিষেধাজ্ঞার মধ্যেও ইলিশ শিকার করায় টানা ২২ দিন বরফের মধ্যে থেকে পচে গিয়েছে টন টন মাছ। সেসব ইলিশ ঘাটে ফেলায় পচা ইলিশের গন্ধে টেকা দায়। হাতেনাতে ধরা পড়ায় শাস্তিও পেয়েছেন নিয়মভঙ্গকারী মৎস্যজীবীরা।













