বাংলাহান্ট ডেস্ক : নিত্যনতুন মোড় এসেই চলেছে ‘চিরসখা’ সিরিয়ালে। স্টার জলসার এই ধারাবাহিকটি (Serial) টিআরপি তালিকাতেও বেশ ভালো ফল করছে। সম্প্রতি গল্পের ট্র্যাকে এসেছে বড় টুইস্ট। বাবিল মিটিলের মাঝে এন্ট্রি নিয়েছে তৃতীয় নারী। বাবিলের সঙ্গে সহবাসের জেরে নাকি অন্তঃসত্ত্বাও হয়ে পড়েছেন সেই মহিলা।
চিরসখায় (Serial) এল বড় মোড়
বাবিল মিটিলের মধ্যে সম্পর্কের যে দোলাচল তৈরি হয়েছে তা আগেই বোঝা গিয়েছিল। এবার নিজেই সম্পর্ক থেকে বেরিয়ে বাবিলের সঙ্গে সেই মেয়ের বিয়ে দিতে চায় মিটিল। এদিকে বাবিলের বক্তব্য, ওই রাতটা তার জীবনের ভুল। নিজের জীবনে সে মিটিলকেই চায়। এদিকে বাবিল মিটিলের মাঝে তৃতীয় নারী হিসেবে গল্পে এন্ট্রি নিয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।

কে ঢুকলেন সিরিয়ালে: চিরসখা সিরিয়ালে (Serial) কোয়েল চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় নিজের লুক প্রকাশ্যেও এনেছেন তিনি। এর আগেও রাজা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে চিনি চরিত্রে খড়কুটো সিরিয়ালে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। এবার ফের জুটিতে তাঁরা।
আরও পড়ুন : ২০২৫ শেষ, আর ৫ দিন পর DA মামলার রায়দান করবে সুপ্রিম কোর্ট? জানুন আপডেট
বাবিল মিটিল জুটি অতীত: যদিও বাবিল মিটিল জুটি দর্শকদের নজর কেড়েছে ইতিমধ্যেই। আগে মিটিলের বিরুদ্ধে অভিযোগ ছিল প্রেমিকের চেয়ে পরিবারকে বেশি গুরুত্ব দেওয়ার। কিন্তু এবার কার্যত সমস্ত দোষ গিয়ে পড়েছে বাবিলের উপর। বাবিলকে ক্ষমা করে দিলেও নিজের জীবনে তাঁকে আর রাখতে চায় না মিটিল।
আরও পড়ুন : ঢাকায় মানুষের ঢল! খালেদা জিয়ার শেষকৃত্যে যোগ দিতে পৌঁছলেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর
এদিকে মিঠি আর কমলিনীর কাছেও প্রশ্নের মুখে পড়েছে বাবিল। কমলিনী সাফ জানিয়েছে, ছোট ছেলের বিয়ের বিষয়ে তাঁর কোনও বক্তব্য নেই। এবার আগামীতে কী হয় সেটাই দেখার।












