বাংলা হান্ট ডেস্ক: SBI-র ক্রেডিট কার্ড (SBI Credit Card) হোল্ডারদের জন্য এবার বড় আপডেট সামনে এসেছে। এমতাবস্থায়, আপনিও যদি SBI-র ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে এই প্রতিবেদনটি নিঃসন্দেহে আপনার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। মূলত, আগামী মাসের প্রথম তারিখ অর্থাৎ ১ সেপ্টেম্বর ২০২৫ থেকে, SBI Card তার নিয়ম পরিবর্তন করতে চলেছে। যার সরাসরি প্রভাব কার্ড হোল্ডারদের ওপর পড়বে। ইতিমধ্যেই SBI কার্ড একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে যে, আগামী মাসের প্রথম তারিখ থেকে কিছু কার্ড থেকে রিওয়ার্ড পয়েন্ট বাদ দেওয়া হচ্ছে। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।
SBI-এর ক্রেডিট কার্ড (SBI Credit Card) হোল্ডারদের জন্য বড় আপডেট:
এই ক্রেডিট কার্ডগুলির ক্ষেত্রে নিয়ম পরিবর্তন হচ্ছে: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া SBI ক্রেডিট কার্ডের (SBI Credit Card) নিয়ম পরিবর্তন করছে। যার মাধ্যমে লাইফস্টাইল হোম সেন্টার SBI কার্ড থেকে শুরু করে লাইফস্টাইল হোম সেন্টার SBI কার্ড সিলেক্ট এবং লাইফস্টাইল হোম সেন্টার SBI কার্ড প্রাইম হোল্ডারদের কিছু সুবিধা হ্রাস এবং কিছু নির্দিষ্ট লেনদেনের ক্ষেত্রে SBI রিওয়ার্ড পয়েন্ট বন্ধ করার ঘোষণা করা হয়েছে।
এই ধরণের লেনদেনে কোনও রিওয়ার্ড পয়েন্ট থাকবে না: যদি আমরা আগামী ১ সেপ্টেম্বর থেকে হতে চলা পরিবর্তিত নিয়মগুলির দিকে তাকাই সেক্ষেত্রে দেখা যাবে যে, SBI কার্ড (SBI Credit Card) ওই ক্রেডিট কার্ডগুলির মাধ্যমে অনলাইন গেমিং প্ল্যাটফর্মগুলিতে করা কোনও লেনদেনে আর কোনও রিওয়ার্ড পয়েন্ট দেবে না। শুধু তাই নয়, যদি কোনও গ্রাহক সরকারি পরিষেবা ব্যবহারের জন্য কোনও ধরণের সরকারি লেনদেন করেন, সেক্ষেত্রেও সেই ধরণের খরচের ওপর কোনও রিওয়ার্ড পয়েন্ট দেওয়া হবে না।এছাড়াও, সংশ্লিষ্ট ব্যাঙ্ক তার নোটিশে স্পষ্ট করে বলেছে যে, মার্চেন্ট লেনদেনের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।
আরও পড়ুন: ৫১ বলে ১২১ রান! এশিয়া কাপের আগে দুরন্ত সেঞ্চুরি সঞ্জু স্যামসনের, চিন্তা বাড়ল গম্ভীর-সূর্যের
এর ফলে, আগামী মাস থেকেই অর্থাৎ ১৬ আগামী সেপ্টেম্বর, ২০২৫ থেকে, সমস্ত CPP (কার্ড প্রোটেকশন প্ল্যান) SBI কার্ড (SBI Credit Card) হোল্ডাররা তাদের নিজ নিজ রিনিউয়েবল ডেটের ওপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে আপডেটেড প্ল্যান ভেরিয়েন্টে স্থানান্তরিত হবেন। SBI কার্ড গ্রাহকদের নির্ধারিত তারিখের ২৪ ঘন্টা আগে এসএমএস/ইমেলের মাধ্যমে এই বিষয়ে অবহিত করবে।
আরও পড়ুন: অন্যের ভুলে প্রাণ হারালেন ভারতের উদীয়মান ক্রিকেটার! CCTV-তে ধরা পড়ল সবটা
গত মাসে এই পরিষেবাটি বন্ধ করে দেওয়া হয়েছে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, SBI কার্ড ক্রেডিট কার্ড (SBI Credit Card) হোল্ডারদের জন্য ইতিমধ্যেই নির্ধারিত নিয়মগুলি ক্রমাগত পরিবর্তন করছে। এর আগে, গত জুলাই এবং চলতি অগাস্ট মাসেও একাধিক বড় পরিবর্তন কার্যকর করা হয়েছে। জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই SBI কার্ড তাদের একাধিক কার্ডে উপলব্ধ বিনামূল্যে বিমান দুর্ঘটনা কভার বন্ধ করে দিয়েছে। যার পরিমাণ ছিল ৫০ লক্ষ টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত। এই পরিবর্তনগুলি সমগ্র SBI এলিট, SBI প্রাইম কার্ড ব্যবহারকারীদের জন্য লাগু করা হয়েছে।