এবার বিহার আদালত সমন পাঠাল রাহুল গান্ধীকে! হাজিরা এপ্রিলেই, কোন মামলায় ডাক পেলেন তিনি?

বাংলা হান্ট ডেস্ক : ফের বিপাকে রাহুল গান্ধী (Rahul Gandhi)। এবার পাটনার (Patna) এক আদালত থেকে হাজিরার নির্দেশ দেওয়া হল কংগ্রেস নেতাকে। আগামী মাসে ১২ এপ্রিল তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। ‘মোদি পদবি’ বিতর্কেট জেরে আগেই তাঁকে দোষী সাব্যস্ত করেছে সুরাট আদালত (Surat Court)। এবার বিহারের বিশেষ আদালত সমন পাঠাল তাঁকে।

জানা যাচ্ছে, বিজেপি নেতা সুশীলকুমার মোদি রাহুলের নামে অভিযোগ দায়ের করার পরই সেই সূত্রে প্রাক্তন কংগ্রেস সভাপতিকে ডেকে পাঠাল পাটনার ওই আদালত। কয়েক দিন আগেই লোকসভার সাংসদ পদ খারিজ হয়ে যায় প্রাক্তন কংগ্রেস সভাপতির। এর মধ্যেই ফের নিজের ও দলের অস্বস্তি বাড়ালেন তিনি। আদালত ইতিমধ্যেই সুশীল মোদি, বাঁকিপুরের প্রাক্তন বিধায়ক-মন্ত্রী নীতিন নবীন-সহ আরও অনেকেরই বক্তব্য রেকর্ড করেছে বলে জানা যাচ্ছে।

rahul

প্রসঙ্গত, ২০১৯ সালের ভোটের প্রচার চলাকালীন তৎকালীন কংগ্রেস (Congress) সভাপতি কর্ণাটকের কোলারের এক সভায় সুর করে বলেছিলেন, ‘নীরব মোদি, ললিত মোদি, নরেন্দ্র মোদি। এদের প্রত্যেকের নামেই মোদি আছে কেন? সব চোরেদের নামেই মোদি থাকে কেন?’

কংগ্রেস নেতার সেই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন একাধিক বিজেপি নেতা। চারবছর ধরে সেই মামলা চলার পর অবশেষে আদালত তাঁকে ২ বছরের জেলের সাজা শুনিয়েছে। এবার বিহারের আদালতে দায়ের হল নয়া মামলা।

প্রসঙ্গত, দু’দিন আগেই আমেরিকার বিদেশ দফতরের মুখপাত্র ওয়াশিংটনে জানিয়েছিলেন, তাঁরা রাহুলের মামলার উপরে নজর রাখছেন। মোদি পদবি নিয়ে মন্তব্যের জন্য রাহুলের কারাদণ্ড ও সাংসদ পদ খারিজের বিষয়ে ‘গণতন্ত্রে বাগ্‌স্বাধীনতার প্রয়োজনীয়তা’-র কথাও মনে করিয়েছিল আমেরিকা। আজ জার্মানির বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, তাঁরা রাহুলের বিরুদ্ধে আদালতের রায় ও তাঁর সাংসদ পদ খারিজের বিষয়টিতে নজর রাখছেন।


Sudipto

সম্পর্কিত খবর