বাংলা হান্ট ডেস্কঃ বিহারে রাজনৈতিক বদলের ছবি দেখা যাচ্ছে। মহাজোটের সাথে থাকা ‘হাম” এর সভাপতি জিতেন রাম মাঝি মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সাথে বিহারের রাজধানী পাটনায় সাক্ষাৎ করেন। এই সাক্ষাৎ গতকাল মঙ্গলবার সন্ধ্যে সাতটা নাগাদ হয়। এই সাক্ষাতের পর লালুর দল আরজেডি এর নেতৃত্বে চলা মহাজোটে বড়সড় ফাটলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
রাজ্যে হওয়া বিধানসভা নির্বাচনে আগে এই সাক্ষাৎ বিহারের রাজনীতিতে বড় বদলের ইঙ্গিত দিচ্ছে। সূত্র থেকে জানা যায় যে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা হাম এর প্রধান জীতেন রাম মাঝি খুব শীঘ্রই বড় ঘোষণা করতে পারেন।
সূত্রের দাবি অনুযায়ী, মাঝির সাথে বিহারে সন অফ মল্লাহ নামে খ্যাত মুকেশ সাহানি এনডিএ জোটে যোগ দিতে পারেন। প্রাক্তন এনডিএ সহযোগী উপেন্দ্র কুশওয়াহ এর হাত ছেড়ে এই দুই নেতা এনডিএ তে যোগ দেবেন।
আপনাদের জানিয়ে দিই, ছয় মাস পর বিহারে বিধানসভা নির্বাচন হতে চলেছে। আর এই নির্বাচনের আগে সমস্ত রাজনৈতিক দল এর প্রস্তুতিতে জুটে গেছে। নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বে বিহারে এনডিএ একসাথে নেমেছে। কিন্তু মহাজোটে বড়সড় ভাঙন দেখা দিচ্ছে। উল্লেখ্য, মহাজোটে শামিল ছোট দল গুলো আরজেডির উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। এদের দাবি শীঘ্রই কোঅর্ডিনেশন কমিটি না বানালে এরা একা একাই নির্বাচনে লড়বে।