তেরো বছর আগে নিজের বাবাকে হারিয়েছেন হনুমা বিহারে। আর তারপরেই নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ব হয়েছিলেন যে, আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি তিনি উঠস্বর্গ করবেন বাবাকে। এতদিনে বাস্তবায়ন হল সেই শপথের। শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেষ্টে শতরান করেন হনুমা বিহারী, খেলা শেষে উনি বলেন আমি মাত্র 12 বছর বয়সে নিজের বাবাকে হারিয়েছি। তখন থেকেই আমার শপথ ছিল আন্তর্জাতিক ক্রিকেটে যেদিন প্রথম সেঞ্চুরি করব সেটা উঠস্বর্গ করব আমার বাবাকে।
বছর পঁচিশের এই ক্রিকেটার তার বাবার কথা বলার সময় খুবই আবেগপ্রবণ হয়ে উঠেন। উনি বলেন আজকে আমার এই সেঞ্চুরি আমার বাবা অনেক দূর থেকে দেখছেন এবং তিনি খুবই খুশি আজকে ছেলের এই খেলা দেখে। সেই সাথে উনি অপর এক ভারতীয় ক্রিকেটার ইশান্ত শর্মার প্রশংসা করে বলেন ঈশান্তের সাহায্য না পেলে আমি হয়তো এই সেঞ্চুরি করতে পারতাম না, আমি নিজের খেলায় সন্তুষ্ট।
28.3 ওভার খেলে অষ্টম উইকেটে ভারতীয় স্কোর বোর্ডে 112 রান যোগ করে দিয়ে ওয়েস্ট ইন্ডিজ বোলিং ইউনিট কে হতাশ করে দিয়েছিলেন হনুমা-ইশান্ত জুটি। আর এই ব্যাপারে হনুমা বলেন ইশান্ত খুবই অভিজ্ঞ একজন খেলোয়াড় আর এই ম্যাচে ওর অভিজ্ঞতা কাজে দিয়েছে। নিজের সেঞ্চুরির সাথে সাথে ঈশান্তের এমন সুন্দর ইনিংসের প্রশংসাও করেন তিনি।
হনুমা বলেন আগের দিন 42 রানে অপরাজেয় ছিলাম তাই সেই রানকে কীভাবে বড় রানে পরিণত করা যায় সেই চিন্তায় সারা রাত ঘুমাতে পারি নি। আমি শুধু অপেক্ষা করছিলাম সঠিক বল আসার, তাই বেশ ধৈর্য ধরে খেলছিলাম। সেই সাথে হ্যাটট্রিক করার জন্য জাশপ্রীত বুমরাহকেও প্রশংসা করে ভরিয়ে দেন উনি।