বাংলাহান্ট ডেস্ক : ভাগ্যের চাকা কখন কীভাবে ঘুরে যায় কেউ বলতে পারেনা। কথায় বলে আজ যে রাজা কাল সে ফকির। আমাদের দেশে এমন বহু তারকা ও ব্যবসায়ী রয়েছেন যাদের ক্ষেত্রে এই কথাটি বেশ প্রযোজ্য। আজ আমরা যে ব্যক্তিটির সম্বন্ধে আলোচনা করছি তিনি একসময় হাজার হাজার কোটি টাকার মালিক ছিলেন। কিন্তু এখন তার অবস্থা শোচনীয়।
আগে কেমন ছিলেন রেমন্ড কর্তা ?
একটা সময় আম্বানির থেকেও ধনী ছিলেন এই ব্যক্তি, কিন্তু এখন তাকে দেখলে আপনারও মায়া হতে বাধ্য। রেমন্ড নামক সংস্থাটি আমাদের দেশে বহুল পরিচিত। একটা সময় এই সংস্থার সর্বময়কর্তা ছিলেন বিজয়পত সিংহানিয়া (Vijaypat Singhania)। শত বছর পুরনো এই সংস্থার এককালীন কর্ণধার বর্তমানে বসবাস করেন একটি ভাড়া বাড়িতে। একটা সময় তার বাড়ি ছিল অট্টালিকা সমান।
আরোও পড়ুন : ট্রেনের খাবার মুখে তুলতেই বিপত্তি! প্রায় ‘যায় যায়’ অবস্থা ৯০ জনের, তারপর যা হলো…
বিজয়পতের বর্তমান অবস্থা:
কিন্তু এখন এই ধনকুবেরের না আছে গাড়ি না আছে বাড়ি। বিজয়পত সিংহানিয়া একটা সময় ১২,০০০ কোটি টাকার মালিক ছিলেন। কিন্তু এখন তিনি নিঃস্ব। তার একটি ভুল সিদ্ধান্ত বদলে দিয়েছে তার জীবন। সমস্ত সম্পদ ছেলেকে হস্তান্তর করার পর তার এই করুন অবস্থা হয়েছে। বিজয়পত সিংহানিয়া তাঁর পুত্র গৌতম সিংহানিয়ার (Gautam Singhania) কাছে ২০১৫ সালে তার বিশাল সাম্রাজ্য হস্তান্তর করেন।
বাবা ও ছেলের বিরোধ:
সমস্ত শেয়ার লিখে দেন ছেলের নামে। শোনা যায় এরপর থেকেই বাবা ও ছেলের মধ্যে শুরু হয় দ্বন্দ্ব। অবস্থা এতটাই অবনতি হয় যে সেই ঘটনা পৌঁছে যায় আদালতে। মুম্বাইয়ের অভিজাত এলাকায় জেকে হাউস নামে একটি বিলাসবহুল বাড়ি তৈরি করেন বিজয়পত। কিন্তু ছেলে তাকে সেই বাড়ি থেকে বার করে দেয়। এরপর ভাড়া বাড়িতে গিয়ে উঠতে হয় বিজয়পতকে।